Durgapur News: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ধুন্ধুমার পরিস্থিতি
Durgapur Hospital: চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে আজ সকালে হাসপাতালে চড়াও হন মৃতের আত্মীয়রা
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে দুর্গাপুরের (Durgapur) বেসরকারি মেডিক্যাল কলেজ (Private Medical College) হাসপাতালে ধুন্ধুমার। হাসপাতালের নিরাপত্তারক্ষী ও পুলিশের (Police) সঙ্গে মৃতের আত্মীয়-পরিজনদের হাতাহাতি।
সূত্রের খবর, অন্ডালের (Andal) বাসিন্দা লক্ষ্মী বাউড়ি গলব্লাডারে (Gall Bladder) স্টোনের সমস্যা নিয়ে সোমবার ভর্তি হন আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে। অস্ত্রোপচারের পর, গতকাল মৃত্যু হয় বছর তিরিশের ওই গৃহবধূর। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে আজ সকালে হাসপাতালে চড়াও হন মৃতের আত্মীয়রা। যদিও চিকিত্সায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মাসখানেক আগে মায়ের বদলে শিশুকে ইঞ্জেকশন দেওয়া নিয়ে আলিপুরদুয়ার হাসপাতালে ধুন্ধুমার বাধে। মায়ের বদলে শিশুকে ইঞ্জেকশন! অভিযুক্ত আলিপুরদুয়ার জেলা হাসপাতালের নার্স। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিক্ষোভ দেখায় বাড়ির লোকেরা। অভিযোগ স্বীকার করেছেন হাসপাতাল সুপার। অভিযুক্ত নার্সকে শোকজ করা হয়েছিল।
আরও পড়ুন, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে 'হামলা', অভিযোগ অস্বীকার তৃণমূলের
জানা গিয়েছিল, বিড়ালের কামড় খেয়ে হাসপাতালে ইঞ্জেকশন নিতে গিয়েছিলেন এই মহিলা । কিন্তু দায়িত্বে থাকা নার্স ভুল করে মায়ের বদলে দশ মাসের শিশুকে ইনজেকশন দিয়ে দেন। এই ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে।
হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান ওই মহিলার পরিবারের লোকেরা। অভিযুক্ত নার্সকে শোকজ করার দাবি জানানো হয় পরিবারের তরফে। এই ঘটনার পর ওই শিশুকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। তবে কোনো রকম সমস্যা দেখা না দেওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে শিশুটিকে। হাসপাতাল সুপার জানিয়েছেন, ওই নার্সকে শোকজ করা হয়েছে। পাশাপাশি ওপরমহলেও খবরটি জানানো হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।