Digha News : দিঘার সমুদ্রে স্নানে নেমে তলিয়ে যাচ্ছে যুবক, ঝাঁপালেন সিভিল ডিফেন্সের কর্মীরা...
Purba Medinipur News : দিঘায় স্নান করতে নেমে, সমুদ্রে তলিয়ে যাওয়ার উপক্রম এক যুবকের। সিভিল ডিফেন্সের তৎপরতায় শেষ পর্যন্ত উদ্ধার। পুলিশ সূত্রে খবর, হাবড়া থেকে বেড়াতে আসা যুবক সুস্থ আছেন।
ঋত্বিক প্রধান, দিঘা (পূর্ব মেদিনীপুর) : সমুদ্রের মধ্যে, ছোট্ট একটা বিন্দু, ঢেউয়ের সঙ্গে একবার ডুবছে, একবার ভাসছে। নজরে আসে কয়েক জন পর্যটকের। বুঝতে অসুবিধা হয় না, মাঝ সমুদ্রে (Sea) কেউ ডুবে যাচ্ছে। খবর পেয়ে, মুহূর্তে ছুটে আসে সিভিল ডিফেন্সের (Civil Defence) কর্মীরা। লাইফ জ্যাকেট পরে ঝাঁপিয়ে পড়েন তাঁরা। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় উদ্ধার হন তলিয়ে যাওয়া যুবক। নতুন জীবন ফিরে পান তিনি। ওল্ড দিঘায় (Digha) বেড়াতে গিয়ে তলিয়ে যেতে বসা যুবক প্রাণে বাঁচলেন।
ঠিক কী ঘটেছিল
পুলিশ সূত্রে খবর, যুবকের নাম রোহন মোল্লা (২১)। বাড়ি উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) হাবড়ায় (Habra)। উইকএন্ডে (Weekend) দিঘায় বেড়াতে গিয়েছিলেন। ওল্ড দিঘার এক নম্বর ঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করতে নামেন ওই যুবক। তখনই বাধে বিপদ। পুলিশ (Police) সূত্রে খবর, আপাতত, দিঘা স্টেট জেনারেল হাসপাতালে (Digha State General Hospital) চিকিত্সাধীন রয়েছেন ওই তরুণ সুস্থ রয়েছেন তিনি।
View this post on Instagram
দিঘাতেই এক যুবকের মৃত্যু
ইদের পর বন্ধুদের সঙ্গে দিঘা বেড়াতে গিয়ে আর ফেরা হল না ২০ বছরের তরুণের। নিউ দিঘার এক হোটেলের তিনতলার ব্যালকনির নিচ থেকে আজ ভোরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুর থেকে গতকালই ১২ জন বন্ধুর সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন ওই তরুণ।
গত মাসে পুরী বেড়াতে গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার বিরাটির বাসিন্দা এক যুবক। হোটেলের চারতলার ঘরের বারান্দা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল। যা ঘিরে রহস্য দানা বাঁধে। পাঁচ জন বন্ধু মিলে তাঁরা পুরীতে গিয়েছিলেন। ভুবনেশ্বরের একটি হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের। মৃত যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করা হয়েছিল।
আরও পড়ুন- বিবাহ বহির্ভূত সম্পর্কের জের, সন্তানের সামনেই স্ত্রীকে খুন