Teacher Attacked: স্কুলে যাওয়ার পথে শিক্ষককে কোপ, আলাদা হয়ে গেল হাতের কবজি !
Teacher Attacked Brutally: প্রত্যক্ষদর্শীদের দাবি, শিক্ষকের হাতের কাটা অংশ রাস্তায় পড়েছিল। একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর : স্কুলে যাওয়ার পথে শিক্ষককে কোপ, আলাদা হয়ে গেল হাতের কব্জি। সূত্রের খবর, হাতের কাটা অংশ বেশ কিছুক্ষণ পড়েছিল রাস্তার মধ্যেই। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ঘটেছে এই হাড়হিম করা কাণ্ড। আশঙ্কাজনক অবস্থায় ওই শিক্ষককে আনা হয়েছে এসএসকেএম হাসপাতালে। আক্রান্ত শিক্ষক গোকুলচন্দ্র মুড়া ভগবানপুর ১ ব্লকের শিমুলিয়ার বাসিন্দা। কী কারণে এই হামলা তা খতিয়ে দেখতে তদন্তে পুলিশ। দু'টি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। সূত্রের খবর, আক্রান্ত শিক্ষকের স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় স্বামীকে নিয়ে এসেছে এসএসকেএম হাসপাতালে।
জানা গিয়েছে, এই হামলার পিছনে রয়েছে ব্যক্তিগত শত্রুতা। যে শিক্ষক আক্রান্ত হয়েছেন, তাঁর নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল এক প্রতিবেশী যুবক। এই ঘটনায় পরবর্তীতে পকসো আইনে মামলাও হয়। প্রতিবেশী ওই যুবকের উপরেই শিক্ষককে হামলার অভিযোগ উঠেছে। পকসো আইনে মামলা হওয়ার পর ২ বছরের জেল হয় প্রতিবেশী ওই যুবকের। নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়। অভিযুক্ত যুবক জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই রেষারেষি উঠেছিল চরমে। অনুমান, এই রেষারেষির জেরেই হয়তো ওই প্রতিবেশী যুবক হামলা চালিয়েছে শিক্ষকের উপর।
প্রত্যক্ষদর্শীদের দাবি, শিক্ষকের হাতের কাটা অংশ রাস্তায় পড়েছিল। একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। ঘটনাস্থল থেকে একটি এবং আরও একটু দূরে ঝোপ থেকে আরও একটি, মোট ২টি ধারাল অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুটো গ্লাভসও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত একজনের বিরুদ্ধেই অভিযোগ রয়েছে। তবে অভিযুক্তের এখনও খোঁজ মেলেনি। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এমন ঘটনায় স্বভাবতই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রকাশ্য দিবালোকে ভিড় রাস্তার মাঝে এভাবে আক্রমণ হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। ঘটনার তীব্র নিন্দাও করেছেন তাঁরা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও জানানো হয়েছে।
পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাপতি উত্তম বারিক জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। পুলিশ তৎপরতার সঙ্গে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। ব্যক্তিগত শত্রুতা থেকেই ওই যুবক এই শিক্ষকের উপর ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই শিক্ষিকার নাবালিকা মেয়েকে নিয়ে যে প্রতিবেশী যুবক পালিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে পকসো আইনে মামলাও হয়, সেকথা জানিয়েছেন উত্তম বারিকও। এই ঘটনায় পুলিশ তৎপরতার সঙ্গে কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।






















