Panskura Accident: পাঁশকুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ৩জনের, আহত ৪
East Midnapore News: ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। পাশে থাকা বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। পলাতক ট্রাক চালক ও খালাসির খোঁজ চলছে।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩জনের। আহত ৪ জন তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। গতকাল রাতে ১৬ নম্বর জাতীয় সড়কে খড়গপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে পড়ে। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। পাশে থাকা বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। পলাতক ট্রাক চালক ও খালাসির খোঁজ চলছে।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত পৌনে নটা নাগাদ একটি পণ্যবাহী ট্রাক কোলাঘাট থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল। ১৬ নং জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় পাঁশকুড়া থানা এলাকায় রাস্তার পাশে দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকজন সেই সময় দোকানো বসে চা খাচ্ছিলেন। পুলিশ এসে উদ্ধারকার্য শুরু করে। দোকানে যাঁরা আটকে ছিলেন তাঁদের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিয়ে গেলে ৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্র খবর, এই ঘটনায় ৪ জন গুরুতর আহত হয়েছেন। তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতর ট্রাকের চালক ও খালাসি পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
গত ৮ অগাস্ট দুর্গাপুরের কাঁকসার সিলামপুরে বালি বোঝাই লরির ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। লরিতে ভাঙচুর,পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে উত্তেজিত জনতা। লরির চালককেও মারধর করা হয় বলে অভিযোগ। ওইদিন সকাল ৮টা নাগাদ কাঁকসার সিলামপুরে দুর্ঘটনা ঘটে। বালি বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় স্থানীয় বাসিন্দা বছর ২৫-এর কৃষ্ণ বাউড়ির। স্থানীয়দের অভিযোগ, বালি বোঝাই লরি চলাচলের কারণে রাস্তা খারাপ হচ্ছে। সেই কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তার আগে বিজন সেতুতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। গক মাসে বাইক আরোহীকে পিষে দিল বাস। স্থানীয় সূত্রে দাবি, গত ২৭ জুলাই বিকেল পৌনে চারটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি গড়িয়া স্টেশন-দিঘাগামী বেসরকারি বাস ধাক্কা মারে চলন্ত বাইকে। অল্পের জন্য় বাইকের চালক রক্ষা পেলেও মৃত্য়ু হয় বাইক আরোহী লেক অ্য়াভিনিউয়ের বাসিন্দা স্নেহাশিস মুখোপাধ্য়ায়ের। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসে কসবা ট্রাফিক গার্ড এবং সাউথ-ইস্ট ট্রাফিক গার্ডের পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাইকের চালককে উদ্ধার করা গেলেও পলাতক ছিল ঘাতক বাসের চালক।






















