East Midnapur:রূপনারায়ণে মাছ ধরতে গিয়ে বাজ পড়ে মৃত দুই, আহত আরও দুজন
বাজ পড়ে গুরুতর জখম হন চারজন। মহিষাদল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ২ জনের মৃত্যু হয়। বাকি ২ জনকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
বিটন চক্রবর্তী, (মহিষাদল), পূর্ব মেদিনীপুর: সকালে রূপনারায়ণে মাছ ধরতে গিয়েছিলেন। বাজ পড়ে মৃত্যু হল দু’ জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহিষাদলের গাজিপুরে। গুরুতর জখম হয়েছেন আরও ২ জন। স্থানীয় সূত্রে খবর, রূপনারায়ণে জাল ফেলে মাছ ধরছিলেন কয়েকজন গ্রামবাসী। বাজ পড়ে গুরুতর জখম হন চারজন। মহিষাদল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ২ জনের মৃত্যু হয়। বাকি ২ জনকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
বুধবার সাত সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। বজ্রাঘাতে মৃতদের নাম সমীর পাল( ৩২), বিশ্বনাথ ভুঁইয়া (২৯)। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মিলন ভুঁইয়া এবং সেখ ফারুক।
South 24 Paraganas: পাথরপ্রতিমায় জগদ্দল নদীতে ভেসে উঠল কুমির, দেখতে ভিড় প্রচুর মানুষের
জানা গিয়েছে, এদিন সকালে রূপনারায়ণে জাল নিয়ে মাছ ধরছিলেন নিহত ও আহতরা। সেই সময় বাজ পড়ে গুরুতর আহত হয় চারজন। পরে স্থানীয় মানুষের নজরে এলে দ্রুত তাঁদের মহিষাদলের গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দুজনের মৃত্যু হয়। অন্য দুজন আহতকে তমলুক জেলা হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Child Treatment West Bengal : বাড়ছে জ্বর-আতঙ্ক, ৭৭টি সরকারি হাসপাতালে বাড়ানো হল পেডিয়াট্রিক বেড
এদিকে,জলপাইগুড়িতে গতকাল বজ্রাঘাতে আহত চা শ্রমিক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বানারহাটের রিয়াবাড়ি চা বাগানে। জানা গেছে গতকাল শ্রমিকরা বাগানে পাতা তোলার সময় শুরু হয় বজ্রপাত সহ বৃষ্টিপাত। বৃষ্টি শুরু হবার কয়েক মিনিটের মধ্যেই বাগানের শ্রমিকরা যেখানে চা পাতা তোলার কাজ করছিলেন তার অদূরেই বাজ পড়ে। এর ফলে আহত হন বাগানের চারজন শ্রমিক। তাদের প্রথমে চা বাগানের হাসপাতালে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার জন্য। সেখান থেকে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। তবে তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে।