Partha Chatterjee: আজ রাতে ভুবনেশ্বরেই থাকছেন পার্থ চট্টোপাধ্যায়
Bhubaneswar AIIMS Partha Chatterjee:আজ রাতে কলকাতায় আনা হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়কে, তবে কবে আসছেন রাজ্য়ের প্রাক্তন শিক্ষামন্ত্রী ?
ভুবনেশ্বর: 'আজ রাতে ভুবনেশ্বরেই (Bhubaneswar AIIMS) থাকতে হবে পার্থকে', এমনটাই জানিয়েছে ইডি। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তি করার প্রয়োজন নেই, আজই ছেড়ে দেওয়া হবে। কিছু ক্রনিক সমস্যায় ভুগছেন নিয়োগ মামলায় গ্রেফতার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বুকে ব্যথাও নেই, ওষুধ চালিয়ে যেতে হবে, ভর্তি করার প্রয়োজন নেই। হাসপাতালে ভর্তি করার মতো অবস্থা নয়, জানিয়ে দেন এইমসের অধিকর্তা। এরপরেই প্রশ্ন ওঠে, তাহলে কী আজ রাতের বিমানেই কি কলকাতায় আনা হবে পার্থ চট্টোপাধ্যায়কে ? তবে সন্ধ্যা পেরোতেই জল্পনায় মিটিয়ে ইডি সূত্র জানিয়েছে, আজ রাতে পার্থ চট্টোপাধ্যায়কে আনা হচ্ছে না কলকাতায়।
হার্টের সমস্যা ও কিডনির সমস্যা রয়েছে বলে জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়
উল্লেখ্য, এদিনই পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা করা হয়েছিল। তারই রিপোর্ট এদিনই দেওয়া হয়েছে। পার্থর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে মেডিক্যাল অফিসার, পার্থর আইনজীবীকে। পাশাপাশি ইডির তদন্তকারী অফিসারকেও পার্থর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীর ইসিজি, ইকো, ইউএসজি করা হয়েছে। হার্টের সমস্যা ও কিডনির সমস্যা রয়েছে বলে জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়।
আরও পড়ুন, কেউ যদি দোষী হয়, যাবজ্জীবন কারাদণ্ড হোক: মমতা বন্দ্যোপাধ্যায়
কাল সকালে আনা হতে পারে কলকাতায়
পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার রিপোর্টে এদিন ভুবনেশ্বর এইমস জানায়, পরীক্ষা করে দেখা গিয়েছে পার্থর যে সমস্যা রয়েছে, তা গুরুতর বিষয় নয়। যা সমস্যা রয়েছে তা বাড়িতে থেকে ওষুধ খেয়ে চিকিৎসা করা যাবে। পার্থ চট্টোপাধ্যায়ের যাবতীয় সমস্যা নজরে রেখে পরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে তিনি যা ওষুধ খাচ্ছিলেন তা খেয়ে যেতে হবে। এখনই কোনওরকম অস্ত্রোপচারের কোনও দরকার নেই। ফলে ভর্তি করা হবা না পার্থকে। তাঁকে ছেড়ে দেওয়া হবে বলেই জানায় ভুবনেশ্বর এইমস। স্বাভাবিকভাবেই এরপরেই শুরু হয় জল্পনা। যদি আজই ছেড়ে দেওয়া হয়, তাহলে কি রাতের বিমানেই কলকাতায় ফিরবেন তিনি ? তবে রুদ্ধশ্বাস অপেক্ষার পর ইডি সূত্র জানিয়েছে, আজ রাতে কলকাতায় আনা হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়কে। কাল সকালে আনা হতে পারে কলকাতায়।