Partha Chatterjee : পার্থর বিরুদ্ধে তীক্ষ্ণ পঞ্চবাণ ! আদালতে বাছা বাছা যুক্তি দিল ইডি
ED On Pantha Chatterjee : ইডির তরফে আদালতে বলা হয়, এই দুর্নীতি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে, শিক্ষাকে শেষ করে দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির মাস্টারমাইন্ড।
কৃষ্ণেন্দু অধিকারী, প্রকাশ সিন্হা, কলকাতা : নিজের জেলবন্দি থাকা প্রসঙ্গে দিনকয়েক আগেই বন্দিমুক্তি কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) । এবার তা নিয়ে তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে নিশানা করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। বললেন, এই ভদ্রলোক এটাও জানেন না এই কমিটি নক্সালপন্থী বন্দিদের জন্য ছিল।
ইডির পঞ্চবাণ !
বৃহস্পতিবারই ফের পার্থ চট্টোপাধ্য়ায়কে ব্য়াঙ্কশাল আদালতে পেশ করে ইডি। ইডির তরফে আদালতে বলা হয়, এই দুর্নীতি পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে, শিক্ষাকে শেষ করে দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় এই দুর্নীতির মাস্টারমাইন্ড। পার্থ কতটা প্রভাবশালী, তা তুলে ধরতে ইডির পঞ্চবাণ ছিল,
- গ্রেফতার হওয়ার পরেই মুখ্যমন্ত্রীকে ফোন করেন তিনি।
- অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রীকে আত্মীয় বলে উল্লেখ করেন।
- SSKM-এ রিপোর্টে কারচুপি করেছিলেন।
- পার্থকে জেলে আনার জন্য আলাদা গাড়ি ব্যবহার করা হয়।
- আট মাস ধরে তিনি আংটি পরেছিলেন।
দুজনেই বলছেন টাকা তাঁদের নয় : ED
পার্থ চট্টোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্য়াটে হানা দিয়ে প্রায় ৫০ কোটি টাকার পাহাড় এবং গয়নার স্তূপ উদ্ধার করেছিল ইডি। এদিন আদালতে ইডি দাবি করে, পার্থ-অর্পিতা দুজনেই বলছেন টাকা তাঁদের নয়। পার্থ চট্টোপাধ্য়ায় বলছেন, বিসিএম স্কুল তাঁর নয়। শ্লেষের সুরে ইডির আইনজীবী বলেন, ইতিহাসে প্রথমবার দেখছি, ৫০ কোটি টাকার দাবিদার নেই।
নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছে তৃণমূল।
জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী বারবার দলের পাশে থাকার বার্তা দিলেও, তাঁকে কড়া আক্রমণ করেছেন কুণাল ঘোষ। বৃহস্পতিবারও ফের একবার সেই পথে হাঁটলেন তিনি।
তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে নিশানা করলেন কুণাল
২৪ জুলাই নিজের জেলবন্দি থাকা প্রসঙ্গে বন্দিমুক্তি কমিটির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন পার্থ চট্টোপাধ্য়ায়।
এদিন তা নিয়ে তৃণমূলের প্রাক্তন মহাসচিবকে নিশানা করলেন কুণাল। পার্থ চট্টোপাধ্য়ায় বলেছিলেন, 'সেটা সুজাত ভদ্রকে জিজ্ঞাসা করবেন, যারা বন্দিমুক্তির আন্দোলন করেছিল, আজকে একবছর বিনা বিচারে আমি আছি। তাদের মুখ খুলছে না।'
এটা আইনি প্রসেস, ভদ্রলোক দুদিন আগে বলছিলেন বন্দি মুক্তি কমিটি কী করছে? এই ভদ্রলোক এটাও জানেন না এই কমিটি নক্সালপন্থী বন্দিদের জন্য ছিল, দিনকাল কারও একরকম যায় না। নিয়োগ কেলেঙ্কারি যুক্ত। পাল্টা খোঁচা কুণালের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial