Partha Chatterjee : ২৪ ঘণ্টার বেশি ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ, ব্যবহার করতে দেওয়া হচ্ছে না ফোন
West Bengal SSC scam: কাউকেই পার্থর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ব্যবহার করতে দেওয়া হচ্ছে না ফোন।
হিন্দোল দে, কলকাতা : SSC দুর্নীতি তদন্তে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন ইডি-র অফিসাররা। দোতলার একটি ঘরে চলছে জিজ্ঞাসাবাদ। নিচে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও নেতাজিনগর থানার পুলিশ।
শুক্রবার কিছুক্ষণের জন্য বাড়িতে আসেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। এছাড়া, কাউকেই পার্থর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ব্যবহার করতে দেওয়া হচ্ছে না ফোন।
আরও পড়ুন :
তদন্তকারীদের লিস্টে ছিল না নাম, তারপর কীভাবে উঠে এল পার্থ ঘনিষ্ঠ অর্পিতার নাম?
ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। তদন্তের জাল গোটাতে সেই সমস্ত সম্পত্তির সন্ধান পাওয়ার চেষ্টা করছেন ইডি-র অফিসাররা। খবর সূত্রের।
View this post on Instagram
সূত্রের দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে শুধুমাত্র চিনতেন বলে দাবি করেছেন অর্পিতা। তদন্তকারীদের নজরে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উত্স। ইডি সূত্রে খবর, অর্পিতা দাবি করেছেন তিনি অভিনয় করেন। প্রশ্ন উঠছে, অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? ইডি সূত্রে খবর, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উত্স জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাতভর অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চলে টাকা গোনার কাজ। নিয়ে আসা হয় নোট গোনার ৪টি যন্ত্র।