Arpita Mukherjee: রাতভর গণনা, অর্পিতার বাড়ি থেকে ২১ কোটি নগদ, ৫০ লক্ষের গহনা উদ্ধার
Enforcement Directorate: ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে।
কলকাতা: বস্তাভর্তি টাকা গোনা হয়েছে রাতভর। টাকা গোনা চলছে এখনও। তাতেই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার টাকার পরিমাণ বেড়ে প্রায় ২১ কোটিতে দাঁড়িয়েছে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সূত্রে খবর। নগদ টাকা ছাড়াও প্রায় ৫০ লক্ষ টাকার গয়না উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে। অর্পিতা এবং পার্থ, দু'জনের কেউই তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ।
অর্পিতার বাড়িতে উদ্ধার টাকার পরিমাণ বেড়ে ২১ কোটি
ইডি সূত্রে খবর, SSC দুর্নীতি তদন্তে তল্লাশি চালানোর পরিকল্পনার সময় অর্পিতা মুখোপাধ্যায়ের নাম ছিল না। সূত্রের দাবি, গতকাল তল্লাশি চালানোর সময়, ED-র তদন্তকারীদের হাতে পড়া একটি কাগজের সূত্র ধরে অর্পিতার নাম জানা যায়। সূত্র মারফত জানা যায়, টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের বাসিন্দা অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তখনই দিল্লির অফিসারদের সঙ্গে কথা বলে, অর্পিতার বাড়িতে তল্লাশি চালানোর সিদ্ধান্ত। অন্য জায়গা থেকে ৭-৮ জন অফিসারকে পাঠানো হয় অর্পিতার ফ্ল্যাটে।
ED সূত্রে দাবি, ফ্ল্যাটের ভিতরে গিয়ে দেখা যায়, তিনটি ঘরের মধ্যে একটি বন্ধ। অর্পিতা দাবি করেন, সেটি তাঁর বেডরুম। ওই ঘরেরই একটি ওয়ারড্রব থেকে দু'টি বস্তা ভর্তি টাকা উদ্ধার হয়। টাকা গোনার যন্ত্র এনে সেই টাকা গোনা শুরু হয়। রাত ভর চলে গণনা। শনিবার সকালে সেই টাকার পরিমাণ বেড়ে ২১ কোটি টাকা হয়েছে। শুধু ২০০০ বা হ৫০০ টাকার নোট নয়, তার বাইরেও বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছে বলে খবর।
অর্পিতার নামে বিপুল সম্পত্তির হদিশ পেলেন তদন্তকারীরা
এ ছাড়াও, অর্পিতার তিনটি সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর। বেলঘরিয়া এলাকায় রয়েছে দু'টি ফ্ল্যাট এবং একটি বাড়ি। বেলঘরিয়া রথতলা এলাকায় অভিজাত ক্লাবটাউন হাইটসে রয়েছে অর্পিতার দু'টি ফ্ল্যাট রয়েছে। একটি ব্লক টু-য়ে, অন্যটি ব্লক ফাইভে। আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই আসেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাও। দু'টি ফ্ল্যাটই এই মুহূর্তে তালাবন্ধ। সূত্রের খবর, বেলঘরিয়ার দেওয়ানপাড়া এলাকায় একটি বাড়িতে থাকেন অর্পিতার মা।