EC On ERO: তালিকায় অস্তিত্বহীন ভোটার ! কমিশনের তলবের মুখে নন্দকুমার ও রাজারহাট-গোপালপুরের ২ ERO
EC On Fake Voter: 'তথ্য যাচাইয়ের জন্য BLO-দের পাঠানোই হয়নি...', তাহলে ১০২ জনের নাম কীকরে ভোটার লিস্টে এল ? শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২ ERO-র বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ

রুমা পাল, কলকাতা: তালিকায় অস্তিত্বহীন ভোটার ! কমিশনের স্ক্যানারে ২ ERO। কমিশন সূত্রে খবর, ভোটার লিস্টে অসঙ্গতির কথা স্বীকার ২ ERO-র। কমিশনের স্ক্যানারে নন্দকুমার ও রাজারহাট-গোপালপুরের ERO। গতকাল ২ ERO-কে তলব করেন মুখ্য নির্বাচনী আধিকারিক। 'যাচাই করার জন্য BLO-দের তথ্যই পাঠানো হয়নি। তথ্য যাচাই না করেই ভোটার লিস্টে ১০২ জনের নাম', বলে অভিযোগ উঠেছে। কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট ডেটা এন্ট্রি অপারেটরদের বিরুদ্ধে FIR-এর সিদ্ধান্ত। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২ ERO-র বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ।
আরও পড়ুন, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কালিম্পঙে জাতীয় সড়কে ধস ! এই অংশে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
পূর্ব মেদিনীপুরের নন্দকুমার এবং উত্তর ২৪ পরগনার রাজারহাট গোপালপুরের ERO-কে তলব করা হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের দফতরে। তথ্য যাচাই করতে যে বুথ লেভেল অফিসারদের পাঠানো হয়, সেখানে পাঠানোই হয়নি বলে অভিযোগ। দুই জন ERO ই অসঙ্গতির কথা স্বীকার করে নিয়েছেন। নন্দকুমারের ERO স্বীকার করে নিয়েছেন, যে প্রায় ৫৯ জন এরকম ভোটার রয়েছেন। এবং ৪৩ জন ভোটার রয়েছেন গোপালপুরের ক্ষেত্রে। ভোটার লিস্টে নাম তোলা হয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে, একেবারে তাঁরা অস্তিত্বহীন !
কমিশন সূত্রে খবর , তথ্য যাচাইয়ের জন্য BLO-দের পাঠানোই হয়নি, তাহলে এদের নাম কীকরে ভোটার লিস্টে এল ? অভিযোগ, এই ERO রা তাঁদের নিজেদের যে আইডি রয়েছে, সেটা শেয়ার করেছিলেন। এবং অস্তিত্ব ভোটারদের নাম নথিভুক্তকরণের কাজে এই দুই ERO ই যুক্ত রয়েছেন বলে, মনে করছেন কমিশনের আধিকারিকরা। এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে কমিশন। এবিষয়ে রাজ্যের নির্বাচন কমিশনকেও জানানো হয়েছে। এদের বিরুদ্ধে যেমন FIR করা হবে। তেমনই ডেটাএন্ট্রি অপারেটরদের এজেন্সিগুলিকেও ব্লক করে দেওয়া হবে। 'নন্দকুমার ও রাজারহাট-গোপালপুরের ERO এর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের যে অভিযোগ, সেই অভিযোগের ক্ষেত্রেও জাতীয় কমিশনকে জানানো হয়েছে। কীভাবে এই ৫৯ জন এবং ৪৩ জন নাম এল ভোটার লিস্টে ? এটাই এই মুহূর্তে বড় প্রশ্ন হয়ে উঠেছে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















