Siliguri Landslide: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কালিম্পঙে জাতীয় সড়কে ধস ! এই অংশে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
Siliguri Heavy Rain Landslide: ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ,সেতিঝোরার কাছে ১০এ জাতীয় সড়কে ধস, রাস্তায় ফাটল

শিলিগুড়ি: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, কালিম্পঙে জাতীয় সড়কে ধস। সেতিঝোরার কাছে ১০এ জাতীয় সড়কে ধস, রাস্তায় ফাটল। সিকিম থেকে শিলিগুড়ি পর্যন্ত ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ।
গতমাসের শেষ থেকেই উত্তরবঙ্গে একটানা ভারী বৃষ্টি শুরু হয়। কালিম্পঙের তারখোলায় ১০ নম্বর জাতীয় সড়কে নামে ভয়াবহ ধস। পাহাড়ের ওপর থেকে পাথর গড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গিয়েছিল সেসময় রাস্তা। শিলিগুড়ির সঙ্গে কালিম্পঙের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অন্যদিকে, নাগাড়ে বৃষ্টি ফুঁসছিল তিস্তা। বিপদসীমার ওপর দিয়ে জল বইছিল। কালিম্পঙের সঙ্গে দার্জিলিঙের সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছিল তিস্তার জল। তিস্তা ব্রিজের কাছে কালিম্পং-দার্জিলিং সংযোগকারী রাস্তা পুরোপুরি জলের তলায়। ওই সমস্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বিকল্প রাস্তায় যাওয়ার পরামর্শ দিয়েছিল জেলা প্রশাসন। এদিকে মাসের শুরুতেও পরিস্থিতি বদলাল না। বরং ফের ভোগান্তির মধ্যে উত্তরবঙ্গের বাসিন্দারা।
এদিকে হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে আজ রবিবার অতিবৃষ্টির চরম সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা। অতি ভারী বৃষ্টির সতর্কতা ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। ভারী বৃষ্টির সর্তকতা ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতে। সোমবার উত্তরবঙ্গের উপরের জেলাতে অতিবৃষ্টির সর্তকতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
মঙ্গলবার থেকে শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির কারণে নদীর জল স্তর বাড়বে। তিস্তা তোর্সা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা।দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















