Bankura News: এবিপি আনন্দের খবরের জের, ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ ফিরল বাঁকুড়ার কুলুপুকুরে
Coverage By Abp Ananda: এবিপি আনন্দের খবরের জের! বাঁকুড়ার ওন্দার কুলুপুকুর গ্রামে বিদ্যুৎ পরিষেবা ফিরিয়ে দিল প্রশাসন। গত ১৫ দিন ধরে গ্রামের মানুষ জন বিদ্যুৎ দফতরের দরজার কড়া নেড়েছেন।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: এবিপি আনন্দের (Abp Ananda) খবরের (Coverage) জের! বাঁকুড়ার (Bankura) ওন্দার (Onda) কুলুপুকুর গ্রামে বিদ্যুৎ পরিষেবা (Electricity Connection) ফিরিয়ে দিল (Reinstated) প্রশাসন (administration)। গত ১৫ দিন ধরে গ্রামের মানুষ জন বিদ্যুৎ দফতরের দরজার কড়া নেড়েছেন। কিন্তু অভিযোগ, তার পরও পরিষেবা মেলেনি। এবিপি আনন্দ বিষয়টি নিয়ে খবর করার ২৪ ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ ফিরল গ্রামে।
কী হয়েছিল?
বাঁকুড়ার ওন্দার কুলুপুকুরের একমাত্র ট্রান্সফর্মারটি বিকল হয়ে যাওয়ায় প্রত্যন্ত এই গ্রাম বিদ্যুৎহীন হয়ে যায়। তার পর থেকে ১৫ দিন ধরে কুলুপুকুরের মানুষ বিদ্যুৎ সংযোগ চেয়ে সংশ্লিষ্ট দফতরের দরজায় দরজায় ঘুরেছেন। কিন্তু অভিযোগ, কাজের কাজ হয়নি। শুধু ফাঁকা আশ্বাস দেওয়া হয়েছে। জঙ্গলঘেরা কুলুপুকুর গ্রামে অন্তত ২০-২৫টি আদিবাসী পরিবারের বাস। বিদ্যুৎ সংযোগ না থাকায় গত ১৫ দিন ধরে তাঁরা অন্ধকারেই দিন কাটাতে বাধ্য হচ্ছিলেন। নানা ভাবে সমস্যায় পড়তে হচ্ছিল তাঁদের। খবরটি তুলে ধরে এবিপি আনন্দ, দেখানো হয় তাঁদের যন্ত্রণার কথা। শনিবার প্রতিবেদনটি সম্প্রচার হতেই টনক নড়ে বিদ্যুৎ দফতর ও প্রশাসনের। তার ২৪ ঘন্টার মধ্যেই গ্রামের বিকল ট্রান্সফর্মার বদলে দেওয়া হয়, ফেরানো হয় বিদ্যুৎ পরিষেবা। ফলে প্রায় ১৫ দিন পর গ্রামে বিদ্যুৎ ফেরে। আলো-পাখা জ্বলে আজ। স্বস্তিতে কুলুপুকুরের বাসিন্দারা। সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান হাসিমুখে। বিদ্যুৎ দফতর ও প্রশাসনকেও ধন্যবাদ জানান তাঁরা।
ভোগান্তির ছবি...
গত ১৫ দিন যে কষ্টে গ্রামবাসীদের দিন কেটেছে, তার জন্য সরাসরি জেলা প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছিলেন তাঁরা গ্রামের বাসিন্দারা। বার বার বলা হলেও প্রশাসনের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ছিল গ্রামবাসীদের। বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়। বাগযুদ্ধে জড়িয়ে পড়েন এলাকার তৃণমূল ব্লক সভাপতি ভবানী মোদক এবং ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। বিদ্যুৎ না থাকায় চাষের কাজও বন্ধ ছিল এত দিন। মেলেনি পানীয় জলও। তার উপর চরম দাবদাহ। সব মিলিয়ে হাঁসফাঁস পরিস্থিতি। তবে রবিবার ছবিটা বদলে গেল। প্রসঙ্গত, উন্নত বিদ্যুৎ পরিষেবার দাবিতে গত জুলাইয়েই মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। প্রায় ৪০ মিনিট মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়দের একাংশ। এলাকার ট্রান্সফরমারের সমস্যার কারণে বিভ্রাট,জানিয়েছিল বিদ্যুত্ দফতর। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসে দিলে অবরোধ ওঠে।
এবার সংবাদমাধ্যমের প্রতিবেদনের পর বিদ্যুৎ ফিরল গ্রামে।
আরও পড়ুন:এবার বোলপুরে গিয়ে অনুব্রতর-মেয়েকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই