Anish Khan Case Update: অবশেষে ময়নাতদন্ত ঘিরে কাটল জটিলতা, পরিবারের দাবি মেনেই প্রক্রিয়া
Anish Murder Case: শেষপর্যন্ত পরিবার দ্বিতীয়বারের ময়নাতদন্তে সম্মতি দেয়। তবে আনিসের বাবা জানিয়েছিলেন, তাঁর আইনজীবীরা আসার পরই দেহ তোলার অনুমতি দেওয়া হবে।
হাওড়া: আমতার ছাত্রনেতা আনিস খানের (Anish Khan) দ্বিতীয়বারের ময়নাতদন্ত ঘিরে কাটল জটিলতা। পরিবারের দাবি মেনে বারাসাতের জেলা ও দায়রা আদালতের বিচারকের উপস্থিতিতে তোলা হল দেহ। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য এরপর এসএসকেএমে (SSKM) আনা হয় দেহ ।
ময়নাতদন্ত (Postmortem) ঘিরে প্রশ্ন তুলেছিলেন আনিসের আইনজীবী। জেলা ও দায়রা আদালতের বিচারককে আসতে হবে বলে দাবি করে আনিসের পরিবার। বেলা ১২টা নাগাদ এসে পৌঁছন জেলা ও দায়রা আদালতের বিচারক। তারপর দেহ তোলার কাজ শুরু হয় । গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করে রাখা হয়। দেহ নিয়ে যাওয়া হয় এসএসকেএমে (SSKM)। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হবে ময়নাতদন্ত, খবর সূত্রের ।
হাসপাতালে থাকবেন জেলা ও দায়রা আদালতের বিচারকও । শনিবার ভোরে পুলিশ দেহ তুলতে এলেও স্থানীয় বাসিন্দাদের বাধায় ফিরতে হয় তাদের । শেষপর্যন্ত পরিবার দ্বিতীয়বারের ময়নাতদন্তে সম্মতি দেয় । তবে আনিসের (Anish Khan) বাবা জানিয়েছিলেন, তাঁর আইনজীবীরা আসার পরই দেহ তোলার অনুমতি দেওয়া হবে ।
আরও পড়ুন: WB Corona Cases: রাজ্যের করোনাগ্রাফে স্বস্তি, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত নামল ১০০-এর নিচে, মৃত ১
উল্লেখ্য, আমতাকাণ্ডে (Amta Murder Case) আজ পাল্টা পথে নামল তৃণমূল (TMC)। এ দিন রামলীলা পার্ক থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল করে তৃণমূল ছাত্র পরিষদ। আনিস খুনে সিবিআই তদন্তের দাবিতে আজ পাঁচলায় পুলিশ সুপারের অফিসের সামনে চলে বিক্ষোভ। দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য আজই আনিসের দেহ আনতে যায় পুলিশ।
আরও পড়ুন: Jadavpur University: যাদবপুরে অফলাইন-অনলাইন ক্লাস নিয়ে বিতর্ক, ক্ষোভে পদত্যাগ ভারপ্রাপ্ত ডিনের
দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য দেহ তোলার ব্যাপারে আনিসের পরিবারের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত তদন্তকারী দলের। জানান কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অসিত মিত্র এবং সিপিআই নেত্রী ও রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন সদস্য শ্যামাশ্রী দাস। এদিন আনিসের বাড়িতে যান তাঁরা