(Source: ECI/ABP News/ABP Majha)
Jadavpur University: যাদবপুরে অফলাইন-অনলাইন ক্লাস নিয়ে বিতর্ক, ক্ষোভে পদত্যাগ ভারপ্রাপ্ত ডিনের
বিশ্ববিদ্যালয় অফলাইনে পঠনপাঠনের সিদ্ধান্ত নিলেও অনলাইনে পঠনপাঠন চাইছে ছাত্র সংসদ। সূত্রের খবর আর এতেই তৈরি হয়েছে পড়ুয়া ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাপানউতোর।
কলকাতা: যাদবপুরে অফলাইন-অনলাইন ক্লাস নিয়ে বিতর্ক। ক্ষোভে পদত্যাগ করলেন ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত ডিন। ৩ ফেব্রুয়ারি থেকে খুলে গেছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় অফলাইনে পঠনপাঠনের সিদ্ধান্ত নিলেও অনলাইনে পঠনপাঠন চাইছে ছাত্র সংসদ। সূত্রের খবর আর এতেই তৈরি হয়েছে পড়ুয়া ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাপানউতোর। ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সংসদের দাবি, অফলাইনে পঠনপাঠন শুরু করতে চাইলে ইঞ্জিনিয়ারিংয়ের ফাইনাল ইয়ারের পড়ুয়াদের থাকার ব্যবস্থা করতে হবে। এমনই সমস্যা তৈরি হয়েছে। ইস্তফা প্রসঙ্গে পদত্যাগী ডিন চিরঞ্জীব ভট্টাচার্যের দাবি, ‘বিতর্কে চাপ নিতে চাইছি না।’
এর আগে অফলাইনে ক্লাস করার দাবি জানিয়ে সরব হয় যাদবপুরের পড়ুয়ারা। সরকার যখন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে (School, College, University) সশরীরে ক্লাসের (Offline class) ছাড়পত্র দিয়েছে, স্কুলে স্কুলে চলছে অষ্টম থেকে দ্বাদশের ক্লাস, পাড়ায় শিক্ষালয়ে উপচে পড়া ভিড়, তখন অভিযোগ ওঠে অফলাইন ক্লাস না করানোর। আর সেই অভিযোগ ঘিরে সরগরম হয় রাজ্যের পাঁচতারা বিশ্ববিদ্যালয় যাদবপুর (Jadavpur University)।
এ নিয়ে উপাচার্যের দফতরের বাইরে বিক্ষোভ দেখান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং শাখার পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, ক্যাম্পাসে এলেও ক্লাসরুম বন্ধ। শিক্ষকদের একাংশ অনলাইন ক্লাস করতেই বাধ্য করাচ্ছেন।
সরকারি নির্দেশে ৩ ফেব্রুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়ে যওয়ার কথা, সেখানে যাদবপুরের এই ছবি প্রশ্ন তুলেছে। সমস্যার কথা মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভাগীয় প্রধানদের অফলাইন ক্লাস করার বার্তা দিয়েছে কর্তৃপক্ষ।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘সমস্যা একটা আছে। ১০ তারিখ বিভাগীয় প্রধানদের বৈঠকে ডেকেছি। আলোচনা হবে। ইমেল করে জানানো হচ্ছে অফলাইন ক্লাস করা হোক।’
বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি, দূর-দূরান্তের পড়ুয়ারা যারা এখনও ক্যাম্পাসে আসতে পারেনি, তাদের তরফে অনলাইন ক্লাসের দাবি ছিল। পাশাপাশি, শিক্ষকদের একাংশও করোনা আবহে ক্লাসরুমে আসতে অনিচ্ছুক। তবে সরকারি নির্দেশ মেনে, আগামী দিনে যে অফলাইন ক্লাসই হবে, সেই মনোভাব স্পষ্ট করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।