West Bengal News Live Updates: মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি শুভেন্দু অধিকারীর, অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে আক্রমণ করায় কড়া চিঠি
WB News Live Updates: সমস্ত জেলার প্রতি মুহূর্তের সব খবর দেখুন একনজরে।

Background
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে এবার জালে পুলিশের প্রাক্তন SI. উত্তর ২৪ পরগনা থেকে ধৃত পুলিশের পাসপোর্ট সেকশনের প্রাক্তন কর্মী। মনোজ-সমরেশের চক্রের সঙ্গে ছিল যোগ, দাবি পুলিশের।
কলকাতা পুলিশের সিকিওরিটি কন্ট্রোল অফিসে বসেই পাসপোর্ট জালচক্র? মাথাপিছু ২৫ হাজার নিয়ে ৫২ জনকে জাল নথিতে পাসপোর্ট বানিয়ে দিয়েছে আব্দুল, খবর সূ্ত্রের।
মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতারি বেড়ে ৫। আরও ২ স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করল মালদা পুলিশ। দু দিন কেটে গেলেও এখনও অধরা মূল চক্রী। মোটিভ নিয়ে অন্ধকারে পুলিশ।
ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া খুনের ঘটনায় মহারাষ্ট্র থেকে গ্রেফতার ১। ধৃত মোহন মণ্ডল এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। আগেই ধৃতের বিরুদ্ধে জারি হয়েছিল জামিন অযোগ্য পরোয়ানা।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিটে রাজ্যপালের অনুমোদন পেল সিবিআই। অনুমোদন পাওয়ার পর কপি জমা আদালতে। চার্জগঠনের দিকে এগোল সিবিআই।
WB News Live: মহিলা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসককে দ্বিতীয় 'অভয়া' করে দেওয়ার হুমকির অভিযোগ!
মহিলা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসককে দ্বিতীয় 'অভয়া' করে দেওয়ার হুমকির অভিযোগ! শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারের বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ করেছেন তরুণী চিকিৎসক। এই নিয়ে নদিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। যদিও অভিযোগ অস্বীকার করে সুপারের দাবি, হয়তো কাজের চাপ নিতে পারছেন না, তাই এই সব বলছেন।
West Bengal News Live: সদস্য় সংগ্রহ অভিযানে, বাংলায় ১ কোটির লক্ষ্য়মাত্রা, এখনও পর্যন্ত কত টার্গেট পূরণ হল?
সদস্য় সংগ্রহ অভিযানে, বাংলায় ১ কোটির লক্ষ্য়মাত্রা বেঁধে দিয়েছিলেন অমিত শাহ। শনিবার সুকান্ত মজুমদার জানালেন, এখনও অবধি ৪০ লক্ষ সদস্য় সংগ্রহ হয়ে গেছে। ১০ই জানুয়ারির মধ্য়ে ৫০ লক্ষ পেরিয়ে যাবে। অর্থাৎ মেরেকেটে মূল টার্গেটের হাফ ক্রস করতে পারে রাজ্য় বিজেপি। সদস্য় সংগ্রহ অভিযান নিয়ে বঙ্গ বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।






















