Fake Saline: সব সরকারি হাসপাতালে বিতর্কিত RL স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশ ! অবশেষে ঘুম ভাঙল সরকারের..
RL Saline Banned In Bengal Government Hospital: সব সরকারি হাসপাতালে বিতর্কিত RL স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশ

কলকাতা: এক প্রসূতির মৃত্যু, সঙ্কটে আরও ৩, অবশেষে ঘুম ভাঙল সরকারের! পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশিকা। সব সরকারি হাসপাতালে বিতর্কিত RL স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশ। হোয়াটসঅ্যাপ মেসেজের পর এবার স্বাস্থ্য ভবনের নির্দেশিকা।
'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল' কোম্পানির তৈরি 'রিঙ্গার ল্যাকটেট' নিয়ে তোলপাড়ের মাঝেই গত কয়েকঘণ্টায় একাধিক হাসপাতালের সামনে দেখা গিয়েছে উদ্বেগের ছবি। চিকিৎসকের প্রেসক্রাইব করা ফ্লুইড এখনও হাসপাতালের বাইরের দোকানগুলি থেকে কিনে আনছেন রোগীর পরিজনরা। নায্য মূল্যের ওষুধের দোকান থেকে ফ্লুইড সরবরাহ হচ্ছে বলে কতৃপক্ষের তরফে জানানো হলেও, সবক্ষেত্রে কি তা হচ্ছে? ছবি বলছে অন্য কথা।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে এক প্রসূতির মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও তিনজন।আর এসবকিছুর নেপথ্যেই কি রয়েছে 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল' কোম্পানির তৈরি 'রিঙ্গার ল্যাকটেট'? নিষিদ্ধ এই স্যালাইন ব্যবহারের ফলেই কি মাত্হারা হতে হয়েছে একদিনের শিশুকে? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও তিনজন? প্রাথমিক তদন্তের পর অবশ্য তেমনটাই অনুমান করছে স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটি। এরইমধ্যে শনিবার অভিযুক্ত সংস্থার তৈরি সব ধরনের ফ্লুইড তদন্ত শেষ হওয়া ও টেস্ট রিপোর্ট না আসা পর্যন্ত ব্যবহার না করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
নির্দেশিকায় শুধু রিঙ্গার ল্যাকটেটই নয়, নাম রয়েছে 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল'-এর আরও ৮ টি ফ্লুইডের। কিন্তু প্রশ্ন উঠছে, এই নির্দেশিকা আসার পর, প্রয়োজনীয় এই ফলুইড কোথা থেকে সংগ্রহ করছে হাসপাতালগুলি? বিকল্প কী ব্যবস্থা করা হয়েছে? কলকাতা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অঞ্জন অধিকারী বলেন, আমরা অনেকদিন ব্যবহার করি না। অনেকদিনই বন্ধ। ফেয়ার প্রাইস শপ থেকে নেওয়া হচ্ছে। গতকালের নোটিসের পর ও কোম্পানির যা যা আছে সেগুলো বন্ধ করে দিচ্ছি।
কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ এই দাবি করার পর, এই হাসপাতালের উল্টোদিকে দোকানে যেতেই দেখা গেল আরেক ছবি।চিকিৎসকের লিখে দেওয়া ফ্লুইড বাইরে থেকে কিনে নিয়ে যাচ্ছেন রোগীর পরিজনরা। কলকাতা মেডিক্যাল কর্তৃপক্ষের দাবি, তারা ফেয়ার প্রাইস শপ থেকে সবকিছু সংগ্রহ করে পরিষেবা স্বাভাবিক রাখছেন। যদিও আমরা দেখলাম হাসপাতালের বাইরে থেকে রোগীর পরিজনজদের কিনতে যেতে। একই ছবি দেখা গেল শহরের অন্য সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির সামনে।
আরও পড়ুন, SSKM হাসপাতালে বিতর্কিত স্যালাইনের পাহাড় !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















