National Medical Fire Incident: ন্যাশনাল মেডিক্যালে আগুন ! ধোঁয়ায় ঢাকল চারিদিক
Calcutta National Medical Fire Incident : ন্যাশনাল মেডিক্যালে আগুন, তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছল দমকলের ইঞ্জিন
![National Medical Fire Incident: ন্যাশনাল মেডিক্যালে আগুন ! ধোঁয়ায় ঢাকল চারিদিক Fire breaks out Calcutta National Medical College and Hospital Eye Department National Medical Fire Incident: ন্যাশনাল মেডিক্যালে আগুন ! ধোঁয়ায় ঢাকল চারিদিক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/01/394e90fade1b77e05f704fd2bf70c4571727783447241484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ন্যাশনাল মেডিক্যালে আগুন-আতঙ্ক। ন্যাশনাল মেডিক্যালের চক্ষু বিভাগে আগুন। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছল দমকলের একটি ইঞ্জিন। মূলত আগুন যাতে কোনওভাবেই ছড়িয়ে না পড়ে, তা নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দমকল কর্মীরা। তবে কীভাবে এই আগুন লাগল তা এখনও জানা যায়নি।
সম্প্রতি কসবার অ্যাক্রোপলিস মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী কলকাতা। রয়েছে গার্স্টিন প্লেসের অভিজ্ঞতাও। গত মাসেই মাসেরই শেষ সপ্তাহে বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে আগুন লেগেছিল। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এলাকা। তবে গত কয়েকমাসের একাধিক অগ্নিকাণ্ডের পিছনে দায়ী ছিল এসি। কোথাও আবার গ্যাসের সিলিন্ডার। তবে বড়বাজারে মেহতা বিল্ডিংয়ের ওই এলাকায় আকাশ ছেয়েছে কালো তারে। শর্ট সার্কিটের জন্যও আগুন লাগার ভুরিভুরি ঘটানার উদাহরণ বহন করে চলেছে এই কলকাতা। কিন্তু কেন বারবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ? দায়ী কে ? অগ্নিদাহ্য বস্তুগুলি নিয়ে কি দায়িত্বশীল নয় কেউ ? আগুন লাগলে কি আদৌ বেরিয়ে আসার রাস্তা থাকছে ? ফের নগরবসারীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে এল।
বারবার অগ্নিকাণ্ডের সাক্ষী থেকেছে কলকাতা। পার্কস্ট্রিটে ১৪ বছর আগে স্টিফেন কোর্টে আগুন লেগেছিল। আগুন লেগেছিল পার্কস্ট্রিটের ১৮-র A স্টিফেন কোর্টে। ভয়াবহ সেই আগুনে ৪৯ জনের মৃত্যু হয়েছিল। আগুন থেকে বাঁচতে ওপর থেকে লাফ দেওয়ার মতো ভয়ঙ্কর ছবি সামনে এসেছিল। শুধু স্টিফেন কোর্টই নয়, গত কয়েক বছরে কলকাতায় একাধিক জায়গায় বার বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেল।
ভয়ঙ্কর আগুন লেগেছিল ঢাকুরিয়ার তৎকালীন আমরি হাসপাতালের একটি ব্লকে। আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল ৯১ জন চিকিৎসাধীন রোগীর৷ শিয়ালদার সূর্য সেন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ জনের মৃত্যু হয়েছিল। স্ট্র্যান্ড রোডে নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে আগুন লেগেছিল। ঝলসে মৃত্যু হয়েছিল ৭ জনের। লিফটের মধ্যে শ্বাসরুদ্ধ মৃত্যু হয়েছিল আরও ২ জনের। বড়বাজারের নন্দরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল বহুতলের সাত-সাতটি তলা। ক্ষতিগ্রস্ত হয়েছিল ১২০০টিরও বেশি দোকান।
আরও পড়ুন, সন্দীপ ও অভিজিৎ-কে জেরা করতে প্রেসিডেন্সি জেলে CBI
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)