Firhad Hakim: 'করোনা পরীক্ষা করাতে এসে যদি কেউ ফিরে যান, নিজে গিয়ে পরীক্ষা করাব’, জানালেন ফিরহাদ
করোনা টেস্ট, কনটেনমেন্ট জোন, টিকাকরণের মাধ্যমে করোনা রোখার কাজ চালাচ্ছে কলকাতা পুরসভা, এমনই আশ্বাসবার্তা দিলেন নবনির্বাচিত মেয়র ফিরহাদ হাকিম।
কলকাতা: মহানগরে এখনও রয়েছে করোনা (Coronavirus) দাপট। এর মধ্যেই গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) করা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তবে করোনা টেস্ট, কনটেনমেন্ট জোন, টিকাকরণের মাধ্যমে করোনা রোখার কাজ চালাচ্ছে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation), এমনই আশ্বাসবার্তা দিলেন নবনির্বাচিত মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। যদিও অনেক জায়গায় করোনা পরীক্ষা নিয়ে সমস্যার অভিযোগ উঠেছে। অনেকের অভিযোগ কেএমসি-র অনেক পরীক্ষা কেন্দ্রে করোনা পরীক্ষা করতে পারছেন না। যদিও এই অভিযোগ উড়িয়েছেন মেয়র।
এদিন ঠিক কী জানিয়েছেন ফিরহাদ?
- ‘কলকাতায় ২৯টি কনটেনমেন্ট জোন’
- ‘টেস্টের সংখ্যা বেশি হওয়ায় রিপোর্ট আসতে বিলম্ব’
- ‘যদি কেউ ফিরে যান, নিজে গিয়ে পরীক্ষা করাব’
- ‘চিকিৎসকরা সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন’
- ‘সংক্রমণ বেশি ছড়াচ্ছে আবাসনগুলির লিফ্ট থেকে’
- ‘২ সপ্তাহের মধ্যে পুরসভার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে’
এদিকে, কলকাতা পুরসভার প্রায় ১ হাজার কর্মী করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত স্বাস্থ্য বিভাগের মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ প্রায় ২৫০ জন কর্মী। অবস্থা খারাপ জঞ্জাল সাফাই বিভাগেরও। কমিশনার ও সচিব বিভাগের ১৮ জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। পুরসভার জন্ম-মৃত্যু সংশাপত্র বিভাগের ২২ জন কর্মীর মধ্যে, ১৪ জন সংক্রমিত। এই অবস্থায়, আপাতত বন্ধ রাখা হয়েছে বার্থ ও ডেথ সার্টিফিকেট দেওয়া। তবে, এই সংক্রান্ত নথি জমা নেওয়ার জন্য মঙ্গলবার রক্সি সিনেমা হলের দিকে, একটি কাউন্টার খোলা হয়েছে।
এদিকে, কলকাতা পুরসভার ৩ নম্বর বরোয় আরটিপিসিআর টেস্টে বিপত্তি। ১৫ জনের বেশি আরটিপিসিআর পরীক্ষা হবে না, নোটিস দিয়ে জানানো হয়েছে পুরসভার তরফে। ফিরতে হচ্ছে অনেককেই।