New Year 2023: রাজনীতি ভুলে উৎসবের আনন্দে সামিল, বর্ষবরণে অন্য মুডে রাজনীতিকরা
New Year 2023: নতুন বছরের প্রথম দিনটা কিছুটা রাজনীতি ভুলে উৎসবের আনন্দে গা ভাসালেন রাজনৈতিক নেতা-নেত্রীরাও।
সত্যজিৎ বৈদ্য, আবির দত্ত ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: নতুন বছরের (New Year 2023) প্রথম দিনটা কিছুটা রাজনীতি ভুলে উৎসবের আনন্দে গা ভাসালেন রাজনৈতিক নেতা-নেত্রীরাও। ৮ তলা কেক কেটে জন্মদিন পালন করলেন ববি হাকিম (Firhad hakim)। দলীয় কর্মীদের সঙ্গে পুকুরে মাছ ধরলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জনসংযোগে নামেন বিমান বসু (Biman Basu)।
রাজনীতি ভুলে উৎসবের আনন্দে গা ভাসালেন: বছর শুরুর পয়লা দিনটা অন্যভাবে কাটল অনেক রাজনীতিকের। একদিকে বর্ষবরণ, অন্যদিকে নিজের জন্মদিন, রবিবার চেতলায় নবনীড়ে প্রবীণদের সঙ্গে জন্মদিন পালন করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ৮০ নম্বর ওয়ার্ডের তারাতলা এলাকায় ৮ তলা কেক কেটে জন্মদিন পালন করেন ববি হাকিম। নতুন বছরের প্রথম দিনে অন্য মুডে দেখা গেল দিলীপ ঘোষকেও। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বেলিয়াচণ্ডীতে দলীয় কর্মীদের নিয়ে গ্রামের পুকুরে মাছ ধরেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।
নতুন বছরের প্রথম দিনে জনসংযোগে নামেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সঙ্গে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। নিউমার্কেট এলাকায় অর্থ সংগ্রহ করা হয়। ২১ নম্বর ওয়ার্ডের নিমতলা ঘাট এলাকায় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে পতাকা উত্তোলনের পাশাপাশি শান্তির বার্তা দিতে পায়রা ওড়ান সুদীপ বন্দ্যোপাধ্যায়। এজেসি বোস রোডের একটি বৃদ্ধাশ্রমের মানুষদের সঙ্গে বর্ষবরণ উদযাপন করেন বিজেপি নেত্রী বৈশালী ডালমিয়া। সবমিলিয়ে, নতুন বছরের প্রথম দিনটা কিছুটা রাজনীতি ভুলে উৎসবের আনন্দে গা ভাসালেন রাজনৈতিক নেতা-নেত্রীরাও।
আরও পড়ুন: Purulia News: পিকনিক করতে যাওয়ার পথে বিপত্তি, অটো উল্টে মৃত ১, আহত ৪