Money Fraud: ট্রাভেল এজেন্সির নামে লক্ষাধিক টাকা প্রতারণা, টাকা নিয়ে বন্ধ অফিস
অভিযোগকারীদের দাবি, বিভিন্ন দেশে অনেক কম খরচে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেয় সার্কি ট্রাভেলস নামে একটি সংস্থা। বিজ্ঞাপন দেখে বেড়াতে যাওয়ার জন্য যোগাযোগ করেন অনেক পর্যটক।
রঞ্জিত সাউ, কলকাতা: ট্রাভেল এজেন্সি (Travel Agency) খুলে লক্ষাধিক টাকা তোলার পর বন্ধ অফিস (Fraud)। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের। সংস্থার কর্মীদের অভিযোগ, তাঁরা বেতন পাননি। তদন্ত শুরু করেছে পুলিশ।
ট্রাভেল এজেন্সির (Travel Agency) নামে সোশাল মিডিয়ায় (Social Media) লোভনীয় বিজ্ঞাপন! দেশে বিদেশের ছবি দিয়ে কম খরচে বেড়ানোর প্রলোভন। কিন্তু এ সবই যে প্রতারণার জাল, তা বুঝতেও পারেননি পর্যটক থেকে এজেন্সির কর্মীরা। যখন বিষয়টি বুঝতে পারলেন, ততক্ষণে সেক্টর ফাইভের অফিসে তালা পড়ে গিয়েছে।
অভিযোগকারীদের দাবি, বিভিন্ন দেশে অনেক কম খরচে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দেয় সার্কি ট্রাভেলস নামে একটি সংস্থা। বিজ্ঞাপন দেখে বেড়াতে যাওয়ার জন্য যোগাযোগ করেন অনেক পর্যটক।
স্বর্ণালী সাহা, অভিযোগকারিণী জানাচ্ছেন, ঘুরতে যাওয়ার জন্য ওই এজেন্সিকে কেউ পুরো টাকা, কেউ বা অর্ধেক টাকা দিয়েছেন।১৫ মার্চর পর ঘুরতে যাওয়ার কথা কথা ছিল। শুধু পর্যটকরা নন, অভিযোগ করেছেন এজেন্সির কর্মীরাও। তাঁদের অভিযোগ, এক মাসের বেতন পাননি। গত দুদিন ধরে কর্তাদের মোবাইল ফোন সুইচড অফ। বৃহস্পতিবার অফিসে এসে দেখেন তালা বন্ধ।
ঘটনায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় (Electronics Complex) অভিযোগ দায়ের হয়। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। এই চক্রে কারা কারা জড়িত, মূল পাণ্ডাই বা কে, তা খতিয়ে দেখা হচ্ছে।
একই সঙ্গে আরও একটি বড়সড় প্রতারণার পর্দাফাঁস হয়েছে। ফের নজরে আসে ভুয়ো কলসেন্টার (Fake Call Center)। গত কয়েক মাসে বেশ কয়েকটি ভুয়ো কল সেন্টারে হানা দিন পুলিশ।
প্রযুক্তিগত সহায়তার টোপে বিদেশিদের প্রতারণা করত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে । পুলিশ সূত্রে খবর, সল্টলেক সেক্টর ফাইভের BP ব্লকের একটি অফিসে ভুয়ো কল সেন্টার খুলে চলছিল প্রতারণার কারবার।
অভিযোগ, বিদেশিদের প্রযুক্তিগত সহায়তার (Technical Assistance ) প্রতিশ্রুতি দিয়ে ডিজিটাল মুদ্রার মাধ্যমে লক্ষাধিক টাকা আদায় করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ওই অফিসে হানা দিয়ে ১৬ জনকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম (Cyber Crime) থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, হার্ড ডিস্ক, রাউটার-সহ একাধিক বৈদ্যুতিন সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথি। ভুয়ো কল সেন্টারের চার কর্ণধারের খোঁজে চলছে তল্লাশি।