Governor: 'রাজভবনের বাইরে ভায়োলেন্স, ভিতরে by lens', ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপালের
CV Ananda Bose: তবে বেনজির মন্তব্য এই প্রথম নয়। এর আগেও মিস্ট্রি চিঠি হিস্ট্রি হয়ে গেছে, এমন মন্তব্য করেছিলেন রাজ্যপাল।
দীপক ঘোষ, কলকাতা: রাজ্য (West Bengal)-রাজ্যপাল (Governor) সংঘাতের মধ্যেই ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose)। রাজভবনের বাইরে ভায়োলেন্স, ভিতরে by lens, এদিন এমনটাই মন্তব্য রাজ্যপালের।
রাজভবনের ভিতরে নজরদারির অভিযোগের প্রসঙ্গ ঘুরপথে তুললেন রাজ্যপাল। 'রাজভবনের ভিতরে যা চলছে তা by lens', মন্তব্য করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।
রাজ্যপালের ওপর নজরদারির অভিযোগ উঠেছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে। সূত্রের খবর, রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকা ও গ্রাউন্ড ফ্লোর থেকে পুলিশকে সরানোর নির্দেশ দিয়েছিল রাজভবন। নিরাপত্তার দায়িত্বে থাকা প্রায় ৫০ জন পুলিশ কর্মীকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই এলাকায় নিরাপত্তার দায়িত্ব নেবে CRPF।
সূত্রের খবর, রাজভবনের পুলিশি নজরদারির অভিযোগ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেও। গতকাল রাজভবনের যে অংশে রাজ্যপাল থাকেন তার কাছে পুলিশের সন্দেহজনক গতিবিধির অভিযোগ ওঠে। আবাসিক এলাকা ছেড়ে চলে যেতে বলার পরেও দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে ঘোরাফেরা করার অভিযোগ করা হয়।
রাজভবন সূত্রে খবর, ২ পুলিশের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় রাজ্য সরকারের কাছে জানানো হয়েছে নালিশ। কী উদ্দেশ্যে, রাজভবনের আবাসিক এলাকায় পুলিশ? এখনও প্রতিক্রিয়া মেলেনি লালবাজারের।
তবে বেনজির মন্তব্য এই প্রথম নয়। এর আগেও মিস্ট্রি চিঠি হিস্ট্রি হয়ে গেছে, এমন মন্তব্য করেছিলেন রাজ্যপাল। সিভি আনন্দ বোস বলেন, রাজভবন থেকে নবান্নর উদ্দেশে পাঠানো চিঠি এখন ইতিহাস। নবান্ন এবং দিল্লিতে পাঠানো দু'টি কনফিডেন্সিয়াল চিঠিতে সই করেছিলেন তিনি। ওই চিঠি দু'টিতে কী আছে? দিল্লিতে কাকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল? নবান্নে পাঠানো চিঠিতে কী আছে? এনিয়ে কৌতূহল বজায় রেখেছিলেন সিভি আনন্দ বোস।
আরও পড়ুন, '২৪ ঘণ্টা কাজ করতে হবে প্রশাসনকে', ডেঙ্গি রুখতে একাধিক বার্তা মমতার