Nandini Chakraborty: নন্দিনী চক্রবর্তীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের
Governor C V Anand Bose: মুখ্যসচিব, অর্থসচিবকে ডেকে নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে নন্দিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ রাজ্যপালের।
কলকাতা: নন্দিনী চক্রবর্তীর (Nandini Chakraborty) বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের (C V Anand Bose)। খবর রাজভবন সূত্রে। প্রধান সচিব পদে অব্যাহতির পরেই তদন্তের নির্দেশ রাজ্যপালের। সূত্রের খবর, রাজভবন সম্পর্কে নবান্নে ভুল তথ্য দেওয়ার অভিযোগ রাজভবনের। নন্দিনীর ভূমিকা অল ইন্ডিয়া সার্ভিস রুলের বিরোধী, অভিযোগ রাজভবনের।
তদন্তের নির্দেশ রাজ্যপালের: মুখ্যসচিব, অর্থসচিবকে ডেকে নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের। মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) চিঠি লিখে নন্দিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ রাজ্যপালের। সূত্রের খবর, রাজ্য সরকারকেই নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের।
রাজভবন থেকে নন্দিনীকে অব্যাহতি: সি ভি আনন্দ বোস রাজ্য়পাল হয়ে আসার পর থেকেরাজ্য় সরকারের সঙ্গে তাঁর সুসম্পর্ক বারবারই দৃশ্য়ত ধরা পড়েছে। যা নিয়ে বঙ্গ বিজেপির নেতাদের গলায় ঝরে পড়েছে অসন্তোষ। কিন্তু, শনিবার রাজ্য় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে রাজ্য়পাল সি ভি আনন্দ বোসের বৈঠকের পরই আচমকা পরিস্থিতি বদলে যায়। প্রথমে রাজ্য়পালের কড়া বিবৃতি এবং তারপর IAS অফিসার নন্দিনী চক্রবর্তীকে অব্য়াহতি দেওয়ার সিদ্ধান্ত। যা দেখে অনেকেই প্রশ্ন তোলেন, তাহলে কি সমন্বয়ের অধ্য়ায়ে ইতি টেনে আবার কি সংঘাতের শুরু?
এই আবহে বুধবার, রাজভবন থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্যাহতি দিল রাজ্য সরকার। তাঁকে পর্যটন দফতরের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর প্রধান সচিবের পদ থেকে অব্যাহতির পরই নন্দিনী চক্রবর্তীর (Nandini Chakraborty) বিরুদ্ধে তদন্তের নির্দেশ খোদ রাজ্যপালের। এমনটাই খবর মিলেছে রাজভবন সূত্রে। সূত্রের খবর, রাজভবনের অভিযোগ রাজভবন সম্পর্কে নবান্নে ভুল তথ্য দেওয়া হয়েছে। নন্দিনীর ভূমিকা অল ইন্ডিয়া সার্ভিস রুলের বিরোধী।
গত সপ্তাহে বিধানসভায় লিখিত ভাষণে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা শোনা যায় রাজ্যপাল বোসের মুখে। তাতে বিধানসভাতেই কার্যত তেড়েফুঁড়ে ওঠেন বিজেপি বিধায়করা। কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানানো থেকে, রাজ্যপালকে 'গো ব্যাক' ধ্বনি, কোনও কিছুই বাদ দেননি তাঁরা। রাজ্যপালের প্রধান সচিব নন্দিনীর উপর ফুঁসে ওঠেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দিনী রাজ্যপালকে ভুল বোঝাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। আর এবার মুখ্যসচিব, অর্থসচিবকে ডেকে নন্দিনীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল।
আরও পড়ুন: ED: উদ্ধার হওয়া ১ কোটি ৪০ লক্ষ টাকার উৎস কী? ব্য়বসায়ীকে জিজ্ঞাসাবাদ ইডির