Kolkata News: মায়ের সঙ্গে বেঙ্গালুরু যাচ্ছিলেন, কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ থেকে মিলল ৪ রাউন্ড গুলি
বিমানবন্দরে চেকিংয়ের সময় ব্যাগে গুলি থাকার বিষয়টি সিআইএসএফের নজরে আসে। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।
কলকাতা: কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) এক যাত্রীর ব্যাগ থেকে মিলল ৪ রাউন্ড গুলি। বোর্ডিংয়ের আগে চেকিংয়ের সময়ে হ্যান্ড ব্যাগ থেকে গুলি উদ্ধার হয়। ওই বিমান যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যক্তি মায়ের সঙ্গে এয়ার এশিয়ার বিমানে বেঙ্গালুরু (Bangalore) যাচ্ছিলেন। বিমানবন্দরে চেকিংয়ের সময় ব্যাগে গুলি থাকার বিষয়টি সিআইএসএফের (CISF) নজরে আসে। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।
কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) এক যাত্রীর ব্যাগ থেকে মিলল ৪ রাউন্ড গুলি। বিহারের বাসিন্দা ওই যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। এক মহিলার সঙ্গে ব্যাঙ্গালুরু যাচ্ছিলেন ওই যুবক। হ্যান্ড ব্যাগ স্ক্রিনিং করতেই গুলি নজরে আসে। কী কারণে গুলি নিয়ে যাচ্ছিলেন ওই বিমানযাত্রী, খতিয়ে দেখছে পুলিশ।
চেকিংয়ের সময় বিমানযাত্রীর ব্যাগ থেকে বেরোল গুলি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে এই নিয়ে তোলপাড় পড়ে যায় কলকাতা বিমানবন্দরে। পুলিশ সূত্রে খবর, এক মহিলার সঙ্গে এয়ার এশিয়ার বিমানে ব্যাঙ্গালোর যাচ্ছিলেন বিহারের বাসিন্দা মহম্মদ গালিব। বোর্ডিংয়ের আগে চেকিংয়ের সময়, তাঁর হ্যান্ড ব্যাগ থেকে ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়।
CISF জওয়ানরা ওই যাত্রীকে আটক করে বিমানবন্দর থানার হাতে তুলে দেয়। পরে ওই বিমানযাত্রীকে গ্রেফতার করে NSCBIA থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, ওই যাত্রীর পুরনো অপরাধের রেকর্ড রয়েছে। গুলি নিয়ে কেন বিমানে উঠছিলেন, তা জানার চেষ্টা চলছে।
১৭টি তাজা বোমা উদ্ধার: চলতিমাসের শুরুতেই ডামুজালিতে উদ্ধার ১৭টি তাজা বোমা উদ্ধার হয়। ভাঙর থানার পুলিশ আধিকারিকরা এই বোমা উদ্ধার করেন। এছাড়াও বোমা বানানোর কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছে। এদিন, গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড়ে অভিযান চালায় পুলিশ। এরপরই সেই বোমা উদ্ধার করে পুলিশ। সেখানে পুলিশ দেখেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তাদের খোঁজে ভাঙর থানার পুলিশ আধিকারিকরা।
কিছুদিন আগে রানীনগর (Raninagar) থানার কাতলামারী এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনাটি ঘটেছিল রানীনগর থানার কাতলামারী-২ পঞ্চায়েতের বাবুপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ৯টার সময় কাতলামারী-২ পঞ্চায়েতের প্রধান জয়নাল আবেদনের বাড়ির ঢিল ছোড়া দূরে প্রতিবেশী সাজ্জাদ হোসেনের বাড়ির পিছনে একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমাটি সাজ্জাদ হোসেনের বাড়ির পেছনে মাটিতে গর্ত করে পোঁতা ছিল বলে অনুমান স্থানীয় মানুষজনের। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক স্থানীয় মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান। ঘটনার পর থেকেই পলাতক সাজ্জাদ হোসেন। প্রধানের বাড়ির কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই কাতলামারী বাবুপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দারাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পর খবর দেওয়া হয় রানীনগর থানার পুলিশ প্রসাশনকে।
মিষ্টির দোকানের আড়়ালে অস্ত্রের কারবার
এদিকে, আরও একটি খবর কিছুদিন আগে প্রকাশ্যে এসেছিল, তা ছিল মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে চলত অস্ত্রের কারবার। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে রাজ্যে ফের অস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর দাবি করল রাজ্য পুলিশের STF। অস্ত্র উদ্ধারে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।