(Source: ECI/ABP News/ABP Majha)
Heat Wave School Advisory : তীব্র রোদের তেজ, বেলায় নয়, সব ক্লাসের সময় নিয়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকারের
West Bengal Heat Wave : তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে প্রয়োজনে স্থানীয় চিকিত্সকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে যোগাযোগ রেখে চলার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার।
কৃষ্ণেন্দু অধিকারী , কলকাতা : তীব্র গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ। ১১টি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি। এই অবস্থায় সমস্ত স্কুলই সকালে খোলার নির্দেশ দিল রাজ্য সরকার।
স্থানীয় চিকিত্সকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে যোগাযোগ রেখে চলার পরামর্শ
জেলাশাসক, স্কুল পরিদর্শকদের কাছে চিঠি পাঠিয়েছে স্কুল শিক্ষা দফতর। তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে প্রয়োজনে স্থানীয় চিকিত্সকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষকে যোগাযোগ রেখে চলার পরামর্শ দিয়েছে রাজ্য সরকার। নির্দেশিকায় জানানো হয়েছে, গরমের মোকাবিলা করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর এবং বিপর্যয় মোকাবিলা দফতরের গাইডলাইন বা নির্দেশিকা মেনে চলতে হবে।
আরও পড়ুন - জানুন হিটস্ট্রোক এড়াতে কী কী করবেন, লক্ষণগুলিই বা কী
প্রেক্ষাপট
সোমবারই বেলার বদলে সকালে প্রাথমিক স্কুল খোলার পরামর্শ দেয় সরকার। বর্তমানে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপদাহের পরিস্থিতি বিচার করে ডে-শিফটের বদলে সকালে সব প্রাথমিক স্কুল খোলার পরামর্শ দেওয়া হয়। জেলা শাসক, স্কুল পরিদর্শকদের কাছে চিঠি দেয় স্কুল শিক্ষা দফতর । ইতিমধ্যেই উঃ ২৪ পরগনার সমস্ত প্রাথমিক স্কুল সকালে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফে।
আবহাওয়া দফতর কী জানাচ্ছে
এপ্রিল মাসে কলকাতায় আর বৃষ্টির সম্ভাবনা নেই। জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। আগামী সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২ মাস কলকাতায় বৃষ্টি নেই। গরমে নাজেহাল শহরবাসী। আজও গোটা দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি। ৩৯ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের প্রভাব সবথেকে বেশি হবে।
Maximum Temperature dated 25-04-2022 pic.twitter.com/dq8vHw2sIp
— India Meteorological Department (@Indiametdept) April 25, 2022