Weather Today: বৃষ্টি মাথায় নিয়েই বসন্ত উদযাপন? দোলের দিনে কোন কোন জেলায় দুর্যোগ আবহাওয়া?
Weather Updates: নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের জন্যই দোলের দিন বৃষ্টির চোখ রাঙানি?
কলকাতা: 'রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কাজে লাগে', সেই সুরের বাঁধনে বেঁধেই দোলযাত্রা পালন। যদিও এরই মাঝে বৃষ্টির ভ্রূকুটি বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, ২৪ এবং ২৫ মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু জেলায়।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ২৪ ও ২৫ মার্চ বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ মার্চ বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা জেলায়। ২৫ মার্চ বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা জেলায়। অর্থাৎ দোলের দিনই ভিজবে বেশ কয়েকটি জেলা।
অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি উত্তরবঙ্গে উপরের দিকের জেলাগুলিতে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
মৌসম ভবনের তরফে বলা হয়েছে, চৈত্রে অঝোর বৃষ্টি ঝরানো নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে অনেকটা উত্তরের দিকে সরে গিয়েছে। ফলে দক্ষিণবঙ্গে আর টানা বৃষ্টির আশঙ্কা সেভাবে নেই। শুধু ২৪ এবং ২৫ মার্চ খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভবনা কিছু জেলায়। উত্তরবঙ্গে আজ থেকে অন্তত ৮ দিন বৃষ্টি। এরমধ্যে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।
হোলির দিনে দেশের অন্যান্য রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঝাড়খন্ড থেকে মনিপুর পর্যন্ত। যা দক্ষিণ থেকে সরে আপাতত উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আজ শনিবার উত্তর-পশ্চিম ভারতে। ঘূর্নাবর্ত রয়েছে ঝাড়খন্ড এবং বিদর্ভতে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় ঝড়-বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখন্ডের মতো উত্তর-পশ্চিমে পার্বত্য এলাকার রাজ্যগুলিতে। শনিবার অরুণাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনা। শনিবার তুষারপাতের সম্ভাবনা সিকিমেও। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা রাজ্যে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে