Hooghly House Collapse: টানা বৃষ্টিতে বিপর্যয়, হুগলিতে ভেঙে পড়ল বাড়ির একাংশ
West Bengal News: স্থানীয় সূত্রে জানা গেছে, চন্ডীতলা-২নং ব্লকের জনাই গ্রাম পঞ্চায়েতের জনাই বাজার এলাকায় একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তার উপরে।
সোমনাথ মিত্র, হুগলি: দুদিন ধরে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের জনজীবন। হুগলিতে ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। ঘটনা চন্ডীতলা ২নং ব্লকের জনাই গ্ৰাম পঞ্চায়েত এলাকায়। নিরাপত্তার কারণে গার্ড রেল বসিয়ে দীর্ঘক্ষণ যাতায়াত বন্ধ রাখা হয়। পঞ্চায়েতের তরফে সাফাইয়ের পর খুলে দেওয়া হয় রাস্তা।
বিপর্যস্ত দক্ষিণবঙ্গের জনজীবন: নিম্নচাপ অক্ষরেখার জেরে গত দুদিন ধরে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলছে। এর ফলে একাধিক জায়গায় জল জমার ছবি সামনে এসেছে। এবার বৃষ্টির মাঝেই একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে বিপত্তি ঘটল। স্থানীয় সূত্রে জানা গেছে, চন্ডীতলা-২নং ব্লকের জনাই গ্রাম পঞ্চায়েতের জনাই বাজার এলাকায় একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তার উপরে। চন্ডীতলা থেকে বেগমপুর হয়ে শ্রীরামপুর যাওয়ার রাস্তাটির উপর যেখানে বাড়ির একাংশ ভেঙে পরে তার দুপাশে গার্ড রেল দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় নিরাপত্তার কারণে।
শুক্রবার সকাল থেকেই তৎপরতার সঙ্গে বাড়ির ভেঙে পড়া অংশ তুলে পরিষ্কারের কাজ শুরু করে প্রশাসন। বেলার দিকে পুনরায় খুলে দেওয়া হয় রাস্তা। ঘটনা প্রসঙ্গে জনাই গ্ৰাম পঞ্চায়েতের স্থানীয় সদস্য অভিজিৎ কর্মকার জানান, "দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যার জন্যে বাড়িটি বিপজ্জনক হয়ে আছে। বাড়ির একাংশ গতকাল ভেঙে যায়। তারপরেই এখানকার ব্যবসায়ীরা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে। পঞ্চায়েতের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে কথা বলে রাস্তার দু প্রান্ত গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়। যে অংশটা বিপজ্জনক ছিল সেটা ভেঙে পরিষ্কার করে দেওয়া হয়েছে। রাস্তা পরিষ্কারের কাজ শেষ হলে মানুষের যাতায়াতের জন্য খুলে দেওয়া হবে রাস্তা।''
স্থানীয় বাসিন্দা সৈকত ঘোষ জানান, "এর আগেও পঞ্চায়েত থেকে এই বাড়িটির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছিল। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছিল এই বিল্ডিংটি ভেঙে ফেলার জন্য স্থানীয় পঞ্চায়েতের হাতে কোন ক্ষমতা নেই। বর্তমানে বিল্ডিংটি পড়ে আছে। বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। তাই আগামী দিনে এদের শরিকের সঙ্গে যোগাযোগ করে বাকি অংশটা ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WB Dengue: বর্ষায় ডেঙ্গির বাড়বাড়ন্ত, আবাসনগুলিকে চিঠি কলকাতা পুরসভার