Hooghly Flood Update: কাটছে না আতঙ্ক, নতুন করে প্লাবিত হুগলির খানাকুল
WB Flood Situation: জল ঢুকে রয়েছে জমিতে ও নিচু এলাকার বাড়িগুলিতে। ডুবে রয়েছে রাস্তা ঘাট। সেই রাস্তা দিয়ে পারাপারে ভরসা নৌকা।
![Hooghly Flood Update: কাটছে না আতঙ্ক, নতুন করে প্লাবিত হুগলির খানাকুল Hooghly Flood Update Khanakul water of Dwarkeshwar and Rupnarayan flooded Hooghly Flood Update: কাটছে না আতঙ্ক, নতুন করে প্লাবিত হুগলির খানাকুল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/06/c5cace6b0beefe9051c6ba3a29ffec2a169658041678951_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মোহন দাস ,খানাকুল: মুণ্ডেশ্বরীর পর এবার দ্বারকেশ্বর ও রূপনারায়ণের জল ঢুকে নতুন করে প্লাবিত হল হুগলির (Hooghly) খানাকুল (Khanakul Flood)। প্লাবিত হয়েছে একের পর এক গ্রাম। ব্যাহত জনজীবন। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।
নতুন করে প্লাবিত খানাকুল: দুর্গাপুরের ছাড়া জলে প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। কোথাও হাঁটু সমান, তো কোথাও কোমরের ওপরে জল। রীতিমতো নদীর আকার নিয়েছে রাস্তা। পারাপারে ভরসা নৌকা। এদিন জল ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে ঠাকুরানিচক, মাইনান, কাকনান, ধরমপুর , ধান্যঘড়ি, ঘোড়াদহ এলাকা। অন্যদিকে, মুণ্ডেশ্বরীর জলে নতুন করে না ঢুকলেও এখনও জলমগ্ন খানাকুলের মারোখানা, পানশিউলি, পলাশপাই, নতিবপুর, চিংড়া, জগৎপুর, পোল পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জল ঢুকে রয়েছে জমিতে ও নিচু এলাকার বাড়িগুলিতে। ডুবে রয়েছে রাস্তা ঘাট। সেই রাস্তা দিয়ে পারাপারে ভরসা নৌকা।
বাড়ল জল ছাড়ার পরিমাণ: নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে টানার বৃষ্টির জের। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। আর তার জেরে জল ছাড়ার পরিমাণ বাড়াল দুর্গাপুর ব্যারাজও। সকাল ৮টা পর থেকে প্রায় ৯৭ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। জল ছাড়ার পরিমাণ আরও বাড়তে পারে বলে সেচ দফতর সূত্রে খবর। ইতিমধ্যেই দুর্গাপুর ব্যারাজের ছাড়া জলে প্লাবিত হয়েছে হুগলি, হাওড়া, বাঁকুড়া, দুই বর্ধমানের বেশ কিছু এলাকা। আজও জল ছাড়া আরও উদ্বেগ বাড়চ্ছে।
এদিন শিলাবতী নদীর জল বেড়ে ঘাটাল ব্লকের অধিকাংশ এলাকায় প্লাবিত হয়েছে । পুরসভার ১৩টি ওয়ার্ডের পাশাপাশি খড়া পুর এলাকাতেও জল ঢুকেছে। প্লাবিত হয়েছে দাসপুর, চন্দ্রকোণার একাধিক এলাকা। পাঁশকুড়ার জয়কৃষ্ণপুরে স্লুইস গেট ভেঙে কংসাবতী নদীর জল ঢুকছে মেদিনীপুর ক্যানেলে। ক্যানেলের পাশেই রয়েছে জয়কৃষ্ণপুর এলাকা। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে তীরবর্তী এলাকায় থাকা মানুষদের সরে যাওয়ার অনুরোধ জেলা প্রশাসনের। স্লুইস গেট মেরামতের কাজ শুরু করা হয়েছে। যদিও স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তরফ থেকে থাকা ও খাওয়ার কোনও ব্যবস্থা করা হয়নি।
আরও পড়ুন: Suvendu Adhikari: রাজভবনের সামনে তৃণমূলের ধর্না, তীব্র আক্রমণে বিরোধী দলনেতা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)