Asit Majumder vs Rachana Banerjee: স্কুলে স্মার্ট ক্লাস ঘিরে তরজা, চুঁচুড়ায় রচনা বনাম অসিত দ্বন্দ্ব প্রকাশ্যে
বিধানসভা ভোটের আগে হুগলি জেলায় প্রকাশ্যে চলে এল তৃণমূল সাংসদ ও তৃণমূল বিধায়কের দ্বন্দ্ব। রচনা বন্দ্যোপাধ্যায় বনাম অসিত মজুমদার।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলিতে প্রকাশ্যে তৃণমূল সাংসদ ও বিধায়কের দ্বন্দ্ব। বিধানসভা ভোটের আগে এবার রচনা বন্দ্যোপাধ্যায় বনাম অসিত মজুমদার। চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে সাংসদ তহবিলের টাকায় হচ্ছে স্মার্ট ক্লাস। গতকালই স্কুল পরিদর্শনে যান হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে রচনার কাছে অভিযোগ করেন প্রধান শিক্ষিকা। যা জানানোর দলকে জানাব বলে প্রতিক্রিয়া অসিত মজুমদারের।
বিধানসভা ভোটের আগে হুগলি জেলায় প্রকাশ্যে চলে এল তৃণমূল সাংসদ ও তৃণমূল বিধায়কের দ্বন্দ্ব। রচনা বন্দ্যোপাধ্যায় বনাম অসিত মজুমদার। চুঁচুড়ার বাণীমন্দির সকুলে সাংসদ তহবিলের টাকায় তৈরি হচ্ছে স্মার্ট ক্লাস। গতকাল হঠাতই সকুল পরিদর্শনে যান হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রধান শিক্ষিকার অভিযোগ শুনে স্তম্ভিত হয়ে যান তিনি। চুঁচুড়া বাণীমন্দির সকুলের প্রধান শিক্ষিকা তৃণমূল সাংসদকে জানান, স্মার্ট ক্লাস তৈরি নিয়ে স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের তিরস্কারের মুখে পড়তে হয়েছে তাঁদের। গার্লস স্কুলে ক্লাস চলাকালীন বিধায়কের কাছে শুনতে হয়েছে কুকথা। তৃণমূল সাংসদের সামনে হাতজোড় করে দাঁড়িয়ে প্রধান শিক্ষিকা অভিযোগে জানান, স্মার্ট ক্লাস তৈরি নিয়ে স্থানীয় বিধায়কের চোটপাটের মুখে পড়তে হয়েছে তাঁদের। অভিযোগে বলা হয়, তৃণমূল বিধায়ক অবিলম্বে কাজ বন্ধের নির্দেশ তো দেনই। সেই সঙ্গে, কে কাজ করতে বলেছে? কার অনুমতি নিয়ে কাজ হচ্ছে? এলাকার জনপ্রতিনিধি হিসেবে তিনি তা জানলেন না কেন? এমন প্রশ্ন তুলে কুকথা শোনাতেও ছাড়েননি তিনি। ওঁর গতিবিধি, আচার আচরণ সবই দল জানে। দম থাকলে কাজ আটকে দেখাক। তৃণমূল বিধায়ককে চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ।
এদিন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, "যে কাজটা করছি, সেটা ছাত্রছাত্রীদের জন্য। নিজেদের জন্য কিছু করছি না। এই জিনিসগুলো নিয়ে কেউ বাড়ি চলে যাব না। এতে স্কুলের উন্নতি হবে। আমি বাকরুদ্ধ। আমার বলার কোনও ভাষা নেই। সাংসদ তহবিলের টাকা (MPLAD) নিয়ে সাংসদ কোথায় কী করবেন, এটা সাংসদের সম্পূর্ণ নিজের ইচ্ছে। সে ব্যাপারে কেউ কোনও বক্তব্য রাখতে পারে না। স্কুলের শিক্ষকরা আমাদের কাছে পরম শ্রদ্ধেয় এবং পূজনীয়। তাঁদের সঙ্গে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা, প্রধান শিক্ষিকাকে গালিগালাজ করা মোটেই গ্রহণযোগ্য বিষয় নয়। আগামী দিনেও স্মার্ট ক্লাসরুম করব। পাল্টা অসিত মজুমদার জানিয়েছেন, "এটা ওঁর মনোভাব উনি বলেছেন। আমি এব্যাপারে কিছু বলব না। সাংসদের কথার ওপরে কথা তিনি বলবেন না।''






















