Hooghly News: সেতু সংস্কারের দাবিতে সরব, আরামবাগে বিক্ষোভ গ্রামবাসীদের
Bridge Renovation: স্থানীয়দের দাবি, অবিলম্বে ওই সেতু সংস্কার করতে হবে অথবা পাশে আরেকটি নতুন সেতু তৈরি করতে হবে।
সোমনাথ মিত্র, আরামবাগ: হঠাৎই বসে গিয়েছিল সেতু। তিন মাস পেরিয়ে গেলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। চাষের কাজ থেকে নিত্য যাতায়াত সবই বন্ধ গ্ৰামের এই রাস্তায়। আরামবাগের (Arambagh) আরান্ডী ১ এলাকার বাসিন্দারা পড়েছেন সমস্যায়।
সেতু সংস্কারের দাবি: স্থানীয়দের দাবি, অবিলম্বে ওই সেতু সংস্কার করতে হবে অথবা পাশে আরেকটি নতুন সেতু তৈরি করতে হবে। এই দাবিতে সোমবার অবরোধ করেন গ্রামবাসীরা। এদিন টায়ার জ্বালিয়ে, রাস্তায় বাঁশগাছ ফেলে মায়াপুর-গড়েরঘাট প্রধান সড়ক দির্ঘক্ষণ অবরোধ করেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, এই এলাকায় অরোরা খালের উপর আরান্ডীর সঙ্গে মাধবপুরের সংযোগকারী একটু সেতু ছিল। ভগ্নপ্রায় ওই সেতুটি দিয়ে বর্তমানে যাতায়াত প্রায় বন্ধ। তাঁরা এর আগেও ওই সেতু দ্রুত সংস্কারের দাবি জানিয়েছিলেন। আর সেই দাবি পূরণ না হওয়ায় এদিন এলাকাবাসী এই পথ অবরোধ করেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ। তারা এব্যাপারে গ্রামবাসীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়।
জলের দাবিতে বিক্ষোভ
এদিকে বসিরহাটের (Basirhat) হিঙ্গলগঞ্জের সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত এলাকায় জলের দাবিতে গতকাল প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। অভিযোগ, কল থাকলেও তাতে জল নেই। তাই সমস্যায় পড়েছেন ৫ হাজার গ্রামবাসী। বহুদূর থেকে জল নিয়ে আসতে হয় এলাকাবাসীকে। অভিযোগ পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিসে পর্যন্ত এলাকার মানুষ বহুবার জানিয়েছে। কিন্তু কোনও কাজ হয়নি। অবশেষে এদিন বিক্ষোভ দেখান মহিলারা।
কী জানাচ্ছে প্রশাসন?
এই বিষয়ে স্যান্ডেলবিল পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস গতকাল বলেন, "যে পাইপলাইন পাতা হয়েছিল সেটা অনেক উঁচু হয়ে গিয়েছিল সেই কারণে জল যাচ্ছে না। এই সমস্যা সমাধানের জন্য আমরা মিটিং করেছি। টেন্ডার হয়ে গিয়েছে। খুব শীঘ্রই জলের সমস্যা মেটানোর জন্য টিউবওয়েল বসানো হবে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Abhishek Banerjee: 'যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক' সন্দেশখালিকাণ্ডে মুখ খুললেন অভিষেক