(Source: ECI/ABP News/ABP Majha)
Polba News: ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক গ্রামবাসী, বিক্রেতার বাড়িতে আছড়ে পড়ল ভিড়, চলল দেদার ভাঙচুর
Hooghly News: মঙ্গলবার সন্ধেয় এক ফুচকা (Phoochka) বিক্রেতার কাছ থেকে ভিড় করে ফুচকা খান গ্রামের মানুষ জন। তার পর বুধবার থেকে একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন অনেকে।
পোলবা: ভিড় করে ফুচকা খেয়েছিলেন সকলে মিলে। তার পরই একে একে অসুস্থ হয়ে পড়া। স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল এবং বাড়িতে কাবু হয়ে পড়ে রয়েছেন শতাধিক মানুষ। তিনদিন পরও তা নিয়ে উত্তাল হুগলির পোলবা (Polba News)। অসুস্থ সকলে ডায়েরিয়ায় আক্রান্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা (Villagers Ill)। ফুচকা থেকেই বিষক্রিয়া হয়ে থাকতে পারে বলে আশঙ্কা। তিনদিনের মাথায় তাই অভিযুক্ত ফুচকা বিক্রেতার বাড়িতে দলবেঁধে চড়াও হলেন গ্রামের মানুষজন। চলল দেদার ভাঙচুর।
ফুচকা খেয়ে অসুস্থ গ্রামবাসীরা, ভিড় চড়াও হল বিক্রেতার বাড়িতে
হুগলি (Hooghly News) জেলার পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের দোগাছিয়ার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেয় এক ফুচকা (Phoochka) বিক্রেতার কাছ থেকে ভিড় করে ফুচকা খান গ্রামের মানুষ জন। তার পর বুধবার থেকে একে একে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন অনেকে। পেটের যন্ত্রণা, বমির পাশাপাশি বার বার শৌচাগারে ছুটতে হয় তাঁদের।
এতটাই অসুস্থ বোধ করেন কিছু মানুষ যে, হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয় তাঁদের। বমি, পেটের যন্ত্রণার উপসর্গ নিয়ে চুঁচুড়া ইমামবাড়া, চন্দননগর মহকুমা এবং পোলবা ব্লক হাসপাতালে ভর্তি হন অনেকেই (Hospital Admission)। হাসপাতালে ভর্তি হন ফুচকা বিক্রেতাও। তৃণমূল তাঁকে আড়াল করছে বলে অভিযোগ স্থানীয়দের।
সেই নিয়ে এখনও উত্তেজনার রেশ কাটেনি। প্রাথমিক ভাবে জানা যায়, ফুচকায় বিষক্রিয়া থেকেই ডায়েরিয়া কাবু হয়ে থাকতে পারেন গ্রামবাসীরা। তার পরই এ দিন সকালে অভিযুক্ত ফুচকা বিক্রেতার বাড়িতে চড়াও হন গ্রামবাসীরা। সেখানে দেদার ভাঙচুর চালানো হয়। বাসনপত্র, সবজির ঝুড়ি পর্যন্ত ঘর থেকে বার করে এনে ফেলে দেওয়া হয় বাইরে (Phoochka)।
আরও পড়ুন: Jhargram News: টানা বৃষ্টি ঝাড়গ্রামে, জামবনিতে সাঁকো উপচে ভোগান্তি সাধারণ মানুষের
গ্রামবাসীদের অসুস্থতার খবর জানতে পেরে বৃহস্পতিবারই ওই গ্রামে পৌঁছন স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল। গ্রামবাসীদের ওষুধ-সহ স্বাস্থ্য সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেন তাঁরা।
এ ছাড়াও, এ দিন পোলবা ব্লক হাসপাতাল থেকে একটি মেডিক্যাল টিম গ্রামে পৌঁছয়। যাঁরা গুরুতর অসুস্থ, তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়। অল্প অসুস্থ যাঁরা, বাড়িতেই তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধ দেওয়ার পাশাপাশি, কী খাবেন, কী খাবেন না, তা বোঝানো হয়েছে সকলকে। খাওয়ার আগে সাবান দিয়ে ভাল করে হাত ধোওয়ার প্রয়োজনীয়তার কথাও বোঝান স্বাস্থ্যকর্মীরা।
বিষক্রিয়া থেকে ডায়েরিয়া হয়ে থাকতে পারে বলে জানা যায়
এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ফুচকা খেতে গিয়ে এমন বিপদে পড়তে হবে, তা কল্পনাও করতে পারেননি তাঁরা। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও আতঙ্ক কাটেনি। তার পরই এ দিন অভিযুক্ত ফুচকা বিক্রেতার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানো হয়।