Hooghly: হাতে আগ্নেয়াস্ত্র নিয়েই দোতলায় উঠল চার দুষ্কৃতী, চন্দননগরে ডাকাতির ঘটনায় প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
ফুটেজে দেখা যাচ্ছে, হঠাৎ এক দুষ্কৃতি ঢুকে কোমরের পিছন থেকে আগ্নেয়াস্ত্র বের করে টেবিল টপকে গিয়ে কর্মীদের নিশানা করে। আরেকজন দুষ্কৃতি সামনে থেকে টাকা লুঠ করতে থাকে...
সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর: চন্দননগরে স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থায় ডাকাতির ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এল।
মঙ্গলবার পৌনে তিনটে নাগাদ সশস্ত্র দুষ্কৃতী দল চন্দননগর লক্ষীগঞ্জ বাজারে জিটি রোডের পাশে ওই স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থার অফিসে হানা দেয়।
ফুটেজে দেখা যাচ্ছে, চারজন দুষ্কৃতী হাতেই আগ্নেয়াস্ত্র নিয়ে দোতলায় ওঠে। গ্রাহক সেজে প্রথমে দুজন ঢুকে পরে। বাকি দুজন কলাপসিবল গেটে পাহারায় থাকা নিরাপত্তা রক্ষীকে পিস্তল ঠেকিয়ে ভিতরে নিয়ে যায়।
ফুটেজে দেখা যাচ্ছে, সে সময় একজন মহিলা ও একজন পুরুষ কর্মী চেয়ারে বসে ছিলেন। তাঁদের উল্টো দিকে দুজন গ্রাহক একজন মহিলা যিনি দাঁড়িয়ে রয়েছেন আর একজন পুরুষ চেয়ারে বসে টাকা গুনছেন।
ফুটেজে দেখা যাচ্ছে, হঠাৎ এক দুষ্কৃতি ঢুকে কোমরের পিছন থেকে আগ্নেয়াস্ত্র বের করে টেবিল টপকে গিয়ে কর্মীদের নিশানা করে। আরেকজন দুষ্কৃতি সামনে থেকে টাকা লুঠ করতে থাকে। বাকি দুজন যার একজনের পিঠে কালো ব্যাগ ছিল, তারা নিরাপত্তারক্ষীকে পিস্তল ঠেকিয়ে ভিতরের ঘরে ঢোকায়।
সম্ভবত সেই সময় কেউ একজন বিপদ সাইরেন বাজিয়ে দেয়। কর্মীদের বাগে আনতে মারধর করে এবং শূন্যে গুলি করে দুষ্কৃতিরা।
কিছুক্ষণের মধ্যে পুলিশ পৌঁছে যাওয়ায় ডাকাতির ছক বানচাল হয়ে যায়। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে, তিন দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিশ।
এই ডাকাতির ঘটনার তদন্তে নেমে গতকাল এক চাঞ্চল্যকর দাবি করেছিল পুলিশ। তদন্তকারীদর দাবি, কেউ যাতে পুলিশকে ফোন করতে না পারেন, তার জন্য পোর্টেবল জ্যামার ব্যবহার করেছিল দুষ্কৃতীরা।
চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অর্ণব ঘোষ বলেন, এদের সঙ্গে পোর্টেবল জ্যামার ছিল। কোনওরকম মোবাইল কমিউনিকেশন হচ্ছিল না। ডিসি চন্দননগর যখন আমার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছিলেন, তখন কোনও হোয়াটসঅ্যাপ, ভয়েসকল আসছিল না।
পুলিশের দাবি, ধৃত তিনজন বিহারের বাসিন্দা। তাঁদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র। ৬২ রাউন্ড গুলি। ডাকাতি হওয়া দেড় লক্ষ নগদ ও কিছু সোনার গয়না ও দুটি মোটরবাইক উদ্ধার হয়েছে।
সম্প্রতি পশ্চিম বর্ধমানের আসানসোলে স্বর্ণ ঋণদানকারী সংস্থার অফিসেও ডাকাতি হয়। সেই ঘটনার সঙ্গে এই দুষ্কৃতীরা জড়িত আছে কিনা, জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের ১২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে চন্দননগর মহকুমা আদালত।
আরও পড়ুন: পোর্টেবল জ্যামার ব্যবহার করে চন্দননগরে ডাকাতি, তদন্তে অনুমান পুলিশের
আরও পড়ুন: চন্দননগরে গ্রাহক সেজে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতি ৭ সশস্ত্র দুষ্কৃতীর, পাকড়াও ৩