Hooghly News: স্বাস্থ্যকর্মীকে হেনস্থার অভিযোগ, যুবককে কান ধরে ওঠ-বোস করিয়ে বিতর্কে তৃণমূল বিধায়ক !
Health Worker : পরে ঘটনাটি নিয়ে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে একটি ডায়রি করেন পোলবা হাসপাতালের ওই কর্মী ।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া : ফের বিতর্কে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (TMC MLA Asit Majumder)। স্বাস্থ্যকর্মীকে (Health Worker) হেনস্থার অভিযোগে এক যুবককে কান ধরে ওঠ-বোস করালেন শাসক-বিধায়ক। ঘটনার ছবি ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এদিকে ঘটনাটি নিয়ে ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে ডায়েরি করেন পোলবা হাসপাতালের ওই কর্মী ।
মঙ্গলবার বিকালে বিধানসভা থেকে ফিরছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দিল্লি রোড দিয়ে রাজহাট হয়ে ব্যান্ডেল ফেরার সময় কাজিডাঙার কাছে তিনি দেখেন, কয়েকজনে মিলে পোলবা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মীকে হেনস্থা করছে। বিধায়ক গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়েন। যারা হেনস্থা করছিল তারা বিধায়ককে চিনতে পেরে গা ঢাকা দেয়। কিন্তু, এক যুবক সেখানেই দাঁড়িয়ে ছিল। বিধায়ক তাকে বকাবকি করেন এবং কান ধরে ওঠ-বস করান। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।
হুগলি বিজেপির সম্পাদক সুরেশ সাউ বলেন, 'বিধায়ক নিজে বলছেন আইন হাতে তুলে না নিতে। আর এক যুবককে রাস্তায় কান ধরে ওঠ-বস করাচ্ছেন। আবার সেই ভিডিও ভাইরাল করছেন। ওই যুবক যদি অন্যায় করে থাকে তাহলে বিধায়ক কেন পুলিশ ডাকলেন না ? এই ঘটনা নিন্দাজনক।'
যদিও অসিত বলছেন, 'আমি পোলবা ও মগড়া হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। বিধানসভা থেকে বাড়ি ফেরার সময় দেখি পোলবা হাসপাতালের এক কর্মীকে ধরে হেনস্থা করছে কয়েকজন। মারমুখী তারা। কী ব্যাপার জানতে গাড়ি থেকে নামতেই পালিয়ে যায় দু'জন। আমি থানায় ফোন করে ওদের তুলিয়ে দিতাম। কিন্তু, একজনের বাবা-মা এসে হাতে পায়ে ধরে বারণ করলেন। তখন ওই যুবককে কান ধরে ওঠ-বস করাই। কেউ কিছু অন্যায় করে থাকলে তার জন্য আইন আছে, থানা পুলিশ আছে। কেউ কোথাও আইন হাতে নিলে আমার সামনে পড়লে যা করেছি সেটাই করব।'
অন্যদিকে, পোলবা হাসপাতালের ওই কর্মী বলেন, 'হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলাম। বিনা কারণে তিন যুবক আমাকে আটকে হেনস্থা করে। থাপ্পড় মারবে বলে। তখনই বিধায়ক চলে আসেন।'
আরও পড়ুন ; উত্তরকাশীতে উদ্ধারকাজে প্রথম দিশা দেখিয়েছিল হুগলির দৌদীপের ক্যামেরা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে