Hooghly News: অ্যাপ ডাউনলোড করিয়ে প্রতারণা, বৃদ্ধের তিন-তিনটি অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা
Hooghly Cyber Crime News:গত শুক্রবার দুপুরে ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তির ফোন আসে রমেন্দ্র নারায়ণবাবুর কাছে। ফোন করে তাঁকে জানানো হয়, তাঁর এসবিআই ব্যাঙ্কের এটিএম কার্ডটি ব্লক হয়ে গেছে।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া (হুগলি): ইউপিআই আইডি তৈরি করে গ্রাহকের তিনটে আলাদা ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে প্রতারণা (Bank Fraud)। শিকার হলেন ৭৫ বছরের বৃদ্ধ। অনলাইন প্রতারণার (Online Fraud) শিকার হলন চুঁচুড়া ( Hooghly Chinsurah) বুড়ো শিবতলার বৃদ্ধ রমেন্দ্র নারায়ণ চক্রবর্তী (৭৫)।একটি বেসরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মী তিনি।
গত শুক্রবার দুপুরে ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তির ফোন আসে রমেন্দ্র নারায়ণবাবুর কাছে। ফোন করে তাঁকে জানানো হয়, তাঁর এসবিআই ব্যাঙ্কের এটিএম কার্ডটি ব্লক হয়ে গেছে। সেটা চালু করতে হবে। রমেন্দ্র নারায়ণ বাবু প্রথমে জানান, তিনি এ ব্যাপারে ব্যাঙ্কে গিয়ে এ বিষয়ে কথা বলবেন। ফোনে ওই ব্যক্তি বলে, বর্তমানে করোনা পরিস্থিতির জন্য ব্যাঙ্কে এইসব কাজ হচ্ছে না। ফোনেই জানাতে হবে।প্রতারক বলে একটি অ্যাপের সাহায্যে বাড়িতে বসেই ডেবিট কার্ড আপডেট হয়ে যাবে। এরপর তাঁর কাছে এসএমএসের মাধ্যমে লিংক পাঠায় প্রতারক।
ওই লিংকে ক্লিক করতেই রমেন্দ্র নারায়ণ বাবুর মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড হয়ে যায়। কিছুক্ষণ পরে রমেন্দ্রবাবু লক্ষ্য করেন, তাঁর এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তার অন্য দুটি এইচডিএফসি ও কানাড়া ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকেও টাকা কেটে নেওয়া হয়। ততক্ষণে রমেন্দ্র নারায়ণ বাবু বুঝতে পারেন যে, তিনি প্রতারিত হয়েছেন।
তাঁর তিনটি একাউন্ট থেকে প্রায় দেড় লক্ষ টাকা কেটে নেওয়া হয়।একটাই ফোন নম্বর দিয়ে তিনটে ব্যাঙ্ক একাউন্ট খুলেছিলেন বৃদ্ধ। শনিবার চুঁচুড়া থানায় এবং চন্দননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন তিনি।
তাঁর আইনজীবি ছেলে রাজীব চক্রবর্তী বলেন,বাবার অবসরের টাকা ছিল ওই তিনটে অ্যাকাউন্টে। বাবা বুঝতেও পারেনি এনিডেস্ক অ্যাপ দিয়ে তাঁর ফোন হ্যাক করা হয়েছে। একবার কোনও লেনদেন করলে ওটিপি আসে। বাবা কোনো ওটিপি কাউকে দেননি। তা সত্বেও টাকা কেটে নেওয়া হয়।কানাড়া ব্যাঙ্ক থেকে ফোন করে জানালে বুঝতে পারি প্রতারনার কথা। এইচডিএফসি থেকেও ফোন করে টাকা প্রতারনার কথা বলা হয়। তখনও এসবিআই অ্যাকাউন্ট থেকে কত টাকা প্রতারণা হয়েছে তা জানতে পারিনি। ।ইউপিআই আইডি তৈরি করে টাকা সরানো হয়েছে। এসবিআই অ্যাকাউন্টকে জম্মু ও কাশ্মীর ব্যাঙ্কের সঙ্গে লিংক করে ফ্লিপকার্ট রেজার পে'র অনলাইন শপিং-এর মাধ্যমে টাকা সরানো হয়েছে।