Hooghly News: এবার চুঁচুড়া, উদ্ধার রক্তাক্ত বাঘরোল শাবকের দেহ
Hooghly News: চুঁচুড়ার বাঘরোল শাবকের মৃত্যু কীভাবে হয়েছে তা বলতে পারেননি বাসিন্দারা।তাঁদের অনুমান, পাশেই বন্ধ ডানলপ কারখানার জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে বাঘরোলটি।
সৌরভ বন্দ্যোপাধ্যায় চুঁচুড়া (হুগলি): চুঁচুড়ার (Chinsurah) গরীব আমলবাগে বাঘরোলের (Fishing Cat) মৃতদেহ (Body) উদ্ধার ঘিরে চাঞ্চল্য।এদিন সকালে এলাকার বাসিন্দারা দেখতে পান রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে একটি বাঘরোল শাবকের মৃতদেহ। কয়েকদিন আগে হাওড়ার (Howrah) বাগনানে (Bagnan) তিনটি বাঘরোলের মৃতদেহ উদ্ধার হয়েছিল।বিরল এই মেছো বিড়ালকে বিষ দিয়ে মারা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।তবে চুঁচুড়ার বাঘরোল শাবকের মৃত্যু কীভাবে হয়েছে তা বলতে পারেননি বাসিন্দারা।তাঁদের অনুমান, পাশেই বন্ধ ডানলপ কারখানার জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে বাঘরোলটি।রাতে পাড়ার কুকুর ডাকতে শোনেন বাসিন্দারা।আজ সকালে বাঘরোলটিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখা যায়।নিরীহ এই বন্য প্রাণী এই এলাকায় আগে দেখা যায়নি বলেও জানান বাসিন্দারা।
হাওড়ার (Howrah) বাগনানের (Bagnan) কালিকাপুরে ৩টি বাঘরোলকে (Fishing Cat) বিষ (খাইয়ে খুনের গুরুতর অভিযোগ উঠেছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে তিনটি বাঘরোলকে। যে ঘটনায় বাগনানের স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমী সকলেই প্রচণ্ড ক্ষুব্ধ। জানা গিয়েছে, প্রভাস ও প্রভাত পাত্র নামে দুই যুবকের নামে এফআইআর দায়ের হয়েছে। তিনটি বাঘরোলের মৃত্যুর পর থেকেই ফেরার তারা। বন দফতরের পক্ষ থেকে অভিযুক্ত ফেরারদের খুঁজে দিলে আর্থিক পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তিন বাঘরোলের ময়নাতদন্তের পর তাদের দেহে বিষের উপস্থিতি দেখা গিয়েছে। যে ঘটনা জানাজানি হতেই বন দফতরের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয় দুই অভিযুক্তের নামে। উলুবেড়িয়ার রেঞ্জার বলেছেন, 'ঘটনার পরই পুলিশ ও আদালতের দ্বারস্থ হই। আদালত-পুলিশ-স্থানীয় মানুষ সকলের থেকেই যথেষ্ট সাহায্য আমরা পেয়েছি। ফেরার দুই অভিযুক্তের খোঁজ দিলে আর্থিক পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি খোঁজ প্রদানকারীকে সামাজিক সম্মানও দেওয়া হবে। আমরা আশা রাখছি দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে অভিযুক্তদের।'
আরও পড়ুন: Howrah Fishing Cat Death : খাবারে বিষ মিশিয়ে 'খুন' ৩ বাঘরোলকে, বাগনানে দুই অভিযুক্তের খোঁজ