Hooghly News: দোতলায় হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার, গোঘাটে বিজেপি নেতার রহস্যমৃত্যু !
BJP News: পুলিশ সূত্রের খবর, শেখ বাকিবুল্লার ভাই লিখিত অভিযোগ জানিয়েছেন। অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে।

হিন্দোল দো, গোঘাট : হুগলির গোঘাটে বিজেপি নেতার রহস্যমৃত্যু ! দোতলার বাড়ি থেকে হাত বাঁধা অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশে খুন করা হয়েছে তাঁকে। গোঘাটের বিজেপি সংখ্যালঘু মোর্চার মণ্ডল সভাপতি ছিলেন শেখ বাকিবুল্লা। সকালে পরিবারের লোকেরা দোতলার বারান্দায় বাকিবুল্লার ঝুলন্ত দেহ দেখতে পান। বিজেপি নেতার দু'টি হাত দড়ি দিয়ে সামনে জড়ো করে বাঁধা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট থানার পুলিশ। তারা তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, শেখ বাকিবুল্লার ভাই লিখিত অভিযোগ জানিয়েছেন। অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে গোঘোট থানার পুলিশ।
মৃত বিজেপি কর্মীর বাবা শেখ আব্দুল্লাহ বলেন, "এখন জ্বালা-যন্ত্রণায় বিজেপিতে ঢুকেছিল। আগে বলেছিল, এ সিপিএম করে। একে মার। তৃণমূলের ছেলেরা মারল। আমরা ছাড়ালাম। আমাকে ওপরওয়ালা অনেক ধৈর্য্য দিয়েছে। তৃণমূল আবার এল। ভাইপোরা বলল, চল তৃণমূলে ঢুকি। ছোটটা তৃণমূল করে। তৃণমূলে ঢুকে পড়ল। যেচে তৃণমূলে ঢুকতে গেল। বিজয় মিছিলে। সেখানেও ছেলে দুটোকে মারল। বলল, এরপরে হয় আমাকে বিষ খেতে হবে, না হয় মার্ডার করতে হবে। বললাম, না যেটা করেছে সেটা তোলা থাকবে।"
আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুকান্ত বেরা বলেন, "পূর্বপরিকল্পিত। বিজেপি কর্মী। খুব সক্রিয় কর্মী ছিলেন। এখানকার মানুষের পাশে থাকতেন। যেভাবে ওঁকে হাতে দড়ি বেঁধে নৃশংসভাবে হত্যা করা হয়েছে , এর তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা। যেভাবে দুষ্কৃতীদের দ্বারা এই কাজ করা হয়েছে, এই নিন্দনীয় ঘটনা... এর অবিলম্বে প্রতিবাদ দরকার। তার সঙ্গে সঙ্গে যারা একাজ করেছে, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, তারা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করব। আমরা লাশ নিয়ে থানায় যাচ্ছি। ওখান থেকে আমরা ডেপুটেশন দেব। ডেপুটেশনের মাধ্যমে যে সমস্ত দুষ্কৃতীরা আজও এখানে ঘোরাঘুরি করছে, যেভাবে ওঁকে হত্যা করেছে...তার যদি প্রতিবাদ না করা যায় তাহলে আগামীদিনে এখানে আর থাকা যাবে না। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এরজন্য যতদূর যেতে হয়, ততদূর আমরা যাব।"
গোঘাট ১ ব্লক তৃণমূল সভাপতি সঞ্জিত পাখিরা বলেন, "যে কোনও মৃত্যু দুঃখজনক। তাঁর পরিবারকে আমরা সমবেদনা জানাই। যারা রাজনৈতিক রং চড়ায়, এগুলো ঘৃণ্য রাজনীতি বলে মনে করি। প্রশাসন পূর্ণাঙ্গ তদন্ত করছে। ব্যবস্থা গ্রহণ করছে।"























