(Source: ECI/ABP News/ABP Majha)
Hooghly News: 'অভিষেকের কাজের সমালোচনা', ভাইরাল অডিও, তৃণমূল কার্যালয়ে বিক্ষোভ
Hooghly TMC Office Agitation on Abhishek Issue: অভিষেক বন্দোপাধ্যায়ের কাজের সমালোচনা, ভাইরাল অডিও, এই অভিযোগেই নবগ্রাম তৃণমূল কার্যালয়ে কর্মীদের বিক্ষোভ।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: উত্তরপাড়ার (Hooghly Uttarpara) নবগ্রাম তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কর্মীদের (TMC) বিক্ষোভ। বুকে ফেস্টুন, হাতে প্লাকার্ড নিয়ে মিছিল করে এসে নবগ্রাম তৃণমূল কংগ্রেস অফিসে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মীরা। অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদারকে পার্টি অফিসে আসতে দেওয়া যাবে না, দাবি তুলে বিক্ষোভ সামিল তৃণমূল কর্মীরা।
গত কয়েকদিন আগেই অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধান শিবানি দত্তের একটি অডিও ভাইরাল হয়। সেই অডিওতে শোনা যায় দুজনে অভিষেক বন্দোপাধ্যায়ের কাজের সমালোচনা করছেন।সেই অভিযোগেই বুধবার সন্ধ্যায় বিক্ষোভ দেখায় তৃণমূল পার্টি অফিসে। যদিও অডিওটির সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। বিক্ষোভ কারীদের দাবি,' বিজেপি দালাল হয়ে কাজ করছে অঞ্চল সভাপতি ও প্রধান। নবগ্রামের তৃণমূল কংগ্রেসকে নষ্ট করার চক্রান্ত করছে ওরা। তবে তৃণমূলের প্রধান শিবানী দত্ত বলেন, এসব ওদের চক্রান্ত।আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই চলছি। আমরা জেলা তৃণমূলের জেলা সভাপতি অরিন্দম গুঁইনের কাছে বিষয়টি জানিয়েছি। উচ্চ নেতৃত্ব সমস্ত ব্যবস্থা নেবে।' বিজেপির নেতা ভাস্কর ভট্টাচার্য বলেন, 'তৃণমূল নেতাদের বিরুদ্ধে মুখ খুলছে ।তৃণমূলের মধ্যে পাঁচিল তৈরি হয়ে যাচ্ছে।পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেবে। তাঁরা কোটি কোটি টাকা লুটেছে। আবাসযোজনার বাড়ি নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বোঝানোর চেষ্টা করছে। অথচ তৃণমূলের লোকেরা ভুল বুঝছে না, তো সাধারণ মানুষ কী করে ভুল বুঝবে।'
আরও পড়ুন, শুভেন্দুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে একের পর এক তৃণমূলের অন্দরের বিবাদ প্রকাশ্যে আসছে। বীরভূম, উত্তর ২৪ পরগনা-সহ একাধিক জেলায় নানা অভিযোগ প্রকাশ্যে আসছে। তৃণমূলের বিবাদ অব্যহত কোচবিহারেও। প্রসঙ্গত, কোচবিহারে প্রকাশ্য সভা থেকে দলেরই এক নেতাকে বহিষ্কারের হুমকি দিয়েছেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। পাল্টা বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল নেতা আবু আল আজাদ। দুই নেতার দ্বন্দ্বের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তৃণমূল জেলা নেতৃত্বের। কোন্দলেই শেষ হবে তৃণমূল, কটাক্ষ করেছে বিজেপি। এখন দেখার দলীয় কোন্দল সামাল দিতে কী পদক্ষেপ নেয় তৃণমূল নেতৃত্ব। দলীয় নেতা ও প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান আবু আল আজাদকে বহিষ্কারের হুঁশিয়ারি। দলের নেতার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলে বিতর্কে জড়ালেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। পঞ্চায়েত ভোটের আগে কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের অন্দরের বিবাদ। সূত্রের খবর, গত বিধানসভা ভোটে সিতাই থেকে জগদীশ বর্মা বাসুনিয়াকে প্রার্থী করা হলে প্রকাশ্যে বিরোধিতা করেন তৃণমূল নেতা আবু আল আজাদ। এবার ওই তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কারের হুমকি দেন বিধায়ক।