Hooghly News : দেড়মাস ধরে বন্ধ শ্রীরামপুর-জাঙ্গিপাড়া বাস পরিষেবা, নিত্যযাত্রীদের মাথায় হাত
Serampore - Jangipara Bus Problem : একদিকে, পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি, আরেকদিকে বেআইনি অটো-টোটোর দৌরাত্ম্য, দু’য়ের চাপে বন্ধ শ্রীরামপুর-জাঙ্গিপাড়া রুটে বাস পরিষেবা
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : দেড়মাস ধরে বন্ধ শ্রীরামপুর-জাঙ্গিপাড়া ৩১ নম্বর রুটে বাস পরিষেবা। নাকাল জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, সিঙ্গুর ব্লকের কয়েকহাজার বাসিন্দা। জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর মহকুমা শহরে সরাসরি ট্রেন পরিষেবা নেই। একমাত্র ভরসা ছিল বাস। মাসদেড়েক ধরে সেই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্কুল-কলেজের পড়ুয়া, ব্যবসায়ী-সহ নিত্যযাত্রীরা।
একদিকে, পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধি, আরেকদিকে বেআইনি অটো-টোটোর দৌরাত্ম্য, দু’য়ের চাপে বন্ধ শ্রীরামপুর-জাঙ্গিপাড়া রুটে বাস পরিষেবা। দাবি বাস মালিক সংগঠনের। জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির তরফে জানানো হয়েছে, বাস মালিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত পরিষেবা চালু করার চেষ্টা চলছে।
আরও পড়ুন :
বাড়ির কারখানাতেই বিদ্যুৎস্পৃষ্ট প্রৌঢ়, বাবাকে বাঁচাতে গিয়ে মর্মান্তিক পরিণতি ছেলের
কয়েক মাস ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় সামনে এসেছে বাস নিয়ে নানা সমস্যা। বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের দাবি ছিল, ২০১৮-র সেপ্টেম্বরের পর থেকে আর বাসের ভাড়া বাড়েনি। ক্রমাগত ডিজেল ও গাড়ির সামগ্রীর দাম বাড়তে থাকায় ৬০ শতাংশ বাস রাস্তায় নামানো যাচ্ছে না। অগ্নিমূল্য ডিজেল, তার জেরে শুধু কলকাতা নয়, শহরতলি ও জেলাতেও বাড়ছে গণপরিবহণ নিয়ে সমস্যা। তারই প্রভাব দেখা যাচ্ছে কখনও হুগলি, কখনও হুগলি, কখনও দিনাজপুরে।
এর আগে, জ্বালানি তেলের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে বাস ভাড়া বাড়ানোর দাবি জানান উত্তর দিনাজপুরের বেসরকারি বাস মালিকদের সংগঠন। দ্রুত ভাড়া বৃদ্ধি না হলে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা । এর ফলে রুটি রুজি হারানোর আশঙ্কা করেন বাস কর্মীরা। ডিজেলের এই আগুন দামের জোর ধাক্কা লেগেছে গণপরিবহণ ব্যবস্থায়। রাস্তায় কমছে বাসের সংখ্যা।