(Source: ECI/ABP News/ABP Majha)
KMC Job Fraud : কলকাতা পুরসভায় 'চাকরি পাইয়ে দেওয়ার টোপ', লক্ষ লক্ষ টাকা খোয়া গেল চাকরিপ্রার্থীর
KMC Job Fraud : কলকাতা পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার টোপ। ২৭ এপ্রিল খানাকুলের বাসিন্দা এক ব্যক্তি উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : কলকাতা পুরসভায় (KMC) চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। হুগলির (Hoohly) উত্তরপাড়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৭ এপ্রিল খানাকুলের (Khanakul) বাসিন্দা এক ব্যক্তি উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, পিন্টু চক্রবর্তী নামে এক ব্যক্তি কলকাতা পুরসভায় চাকরি দেওয়ার নাম করে কয়েকমাস আগে কয়েক লক্ষ টাকা নেয়। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই ফেরার ছিল অভিযুক্ত পিন্টু। গতকাল এলাকায় ফিরতেই পুলিশ তাকে গ্রেফতার করে।
সূত্রের খবর, হুগলির খানাকুলের বাসিন্দা সমীর বটব্যাল এপ্রিল মাসের ২৭ তারিখে উত্তরপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, উত্তরপাড়া কোতরং ধর্মতলার বাসিন্দা পিন্টু চক্রবর্তী ও তার তিন সঙ্গীর বিরুদ্ধে।
অভিযোগ , তারা কলকাতা কর্পোরেশনে (KMC) চাকরি করে দেবে বলে মাস ছয়েক আগে আট লাখ টাকা নেয় সমীর বটব্যালের কাছ থেকে। টাকা নেওয়ার পর থেকে চাকর নাম করলেই , নানা ভাবে ঘোরাতে থাকে তারা। চাকরি তো স্বাভাবিকভাবেই হয়নি, উপরন্তু টাকাও ফেরত পাননি।
আরও পড়ুন :
' ফেল করেও চাকরি অনেকের', রুটি সামনে রেখে TET উত্তীর্ণদের প্রতিবাদ নবান্নের সামনে
থানায় অভিযোগের পর এলাকা থেকে ফেরার ছিল পিন্টু। বুধবার এলাকায় ফিরতেই তাকে পাকড়াও করে পুলিশ।ধৃতের বিরুদ্ধে ৪২০/৪০৬/৪৬৭/৪৬৮/১২০বি এবং ৩৪ ধারায় মামলা রুজু হয়। বুধবার অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। টাকা উদ্ধার এবং বাকি অভিযুক্তদের ধরতে জিজ্ঞাসাবাদ চলছে।