Rishra Ram Navmi Violence : গলির মোড়ে মোড়ে পুলিশ পিকেট, রাজ্যপাল ঘুরে যাওয়ার পর আজ কী পরিস্থিতি রিষড়ার ?
Ram Navmi Violence : রেল লাইনের পাথর তুলে যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটানো যায়, রিষড়া ৪ নম্বর রেল গেট এলাকায় ক্যাম্প করেছে RPF।
ময়ূখ ঠাকুর চক্রবর্তী, হুগলি : রাজ্যপালের পরিদর্শনের পর কেটে গেছে একদিন। এখনও থমথমে রিষড়া। বন্ধ অধিকাংশ দোকান।
অবৈধ জমায়েত দেখলেই সরাচ্ছে পুলিশ
গলির মোড়ে মোড়ে পুলিশ পিকেট। অবৈধ জমায়েত দেখলেই সরিয়ে দিচ্ছে পুলিশ। পাশাপাশি রেল লাইনের পাথর তুলে যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটানো যায়, রিষড়া ৪ নম্বর রেল গেট এলাকায় ক্যাম্প করেছে RPF। বিভিন্ন এলাকায় চন্দননগর কমিশনারেটের তরফে বসানো হয়েছে পুলিশ পিকেট।
রবিবারের পর সোমবার রাতে ফের রণক্ষেত্রের চেহারা নেয় রিষড়া। পাহাড় সফর কাটছাঁট করে ফিরে, সোজা রিষড়ায় পৌঁছে যান রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। পরপর অশান্তি নিয়ে রাজ্য় সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
শিরোনামে রিষড়া
আর মঙ্গলবার দিনভর তা নিয়েই উথালপাথাল চলল বঙ্গ রাজনীতিতে! সকাল থেকে রাজ্য়পাল এবং বিজেপি নেতাদের আনাগোনায় দিনভর শিরোনামে সেই রিষড়া! সোমবার গভীর রাতে রিষড়ার চার নম্বর রেলগেট এলাকায় তুমুল অশান্তি ছড়ায়। খবর পেয়ে, পাহাড় সফর কাটছাঁট করে, তড়িঘড়ি কলকাতায় ফিরে আসেন রাজ্য়পাল। বিমানবন্দর থেকেই সোজা রিষড়া পৌঁছে যান তিনি। এদিন সকালে রিষড়ায় যাওয়ার চেষ্টা করলে, মাঝরাস্তায় আটকে দেওয়া হয় বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদারকে। পুলিশের সঙ্গে বাদানুবাদের পর দীর্ঘক্ষণ রাস্তায় বসে থাকেন তিনি।
রাজ্য় সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
এরইমধ্য়ে নাটকীয়ভাবে ট্রেনে চড়ে ট্রেনে চড়ে রিষড়ায় পৌঁছে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়! তাঁকেও স্টেশনে বাধা দেওয়া হয়। রাজ্য়ে গত কয়েকদিন ধরে চলা এই অশান্তির ঘটনা নিয়ে রাজ্য় সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অন্য়দিকে, অশান্তি নিয়ে তৃণমূল-বিজেপির তরজার পারদও সপ্তমে।
এটা কি পরিকল্পিতভাবে নজর ঘোরানোর কৌশল? অশান্তির বাতাবরণ তৈরি করে, নিয়োগ দুর্নীতি, ডিএ আন্দোলনের মতো ইস্য়ুকে পিছনের সারিতে ঠেলার চেষ্টা? প্রশ্ন তুলছে সিপিএম।
অশান্তির নিন্দায় বিবৃতি বিদ্বজ্জনদের
রামনবমীর মিছিল ঘিরে অশান্তির নিন্দায় বিবৃতি জারি করেছেন বাংলার বিদ্বজ্জনরা। যেখানে লেখা হয়েছে, রামনবমীর উদযাপনকে কেন্দ্র করে গত ছদিন ধরে পশ্চিমবঙ্গে যে ধর্মীয় মেরুকরণের রাজনৈতিক ক্রিয়াকাণ্ড সক্রিয় হয়ে উঠেছে, নাগরিক হিসেবে আমরা শঙ্কিত ও উদ্বিগ্ন বোধ করছি। তীব্রভাবে এই ঘটনাবলীর প্রতিবাদ জানাচ্ছি।