Hooghly News: দুয়ারে জেলাশাসক, পোলবার গ্রামে মাটিতে বসে শুনলেন গ্রামবাসীদের অভাব-অভিযোগ
West Bengal Hooghly DM: মহানাদের কাঠালিয়া সুদর্শন ঘুরে উত্তর দাদপুর গ্রামে মানুষের সঙ্গে দেখা করে তাঁদের প্রাপ্তি অপ্রাপ্তির কথা শোনেন জেলা প্রশাসনের কর্তারা ।
পোলবা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি বলেছিলেন যে, প্রশাসনের আধিকারিক ও জন প্রতিনিধিদের মানুষের দুয়ারে পৌঁছতে হবে তাদের অভাব অভিযোগের সমাধান করতে হবে ।
সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রত্যন্ত গ্রামের মানুষ ঠিক মতো পাচ্ছেন কি না তা জানতে আজ হুগলি জেলাশাসক মুক্তা আর্য (Mukta Acharya) জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা অতিরিক্ত জেলাশাসক মহকুমা শাসক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের প্রতিনিধিরা পৌঁছে যান পোলবার মহানাদ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে । গ্রামের মানুষের সঙ্গে বসে জন শুনানিতে অংশ নেন জেলাশাসক । মহানাদের কাঠালিয়া সুদর্শন ঘুরে উত্তর দাদপুর গ্রামে মানুষের সঙ্গে দেখা করে তাঁদের প্রাপ্তি অপ্রাপ্তির কথা শোনেন জেলা প্রশাসনের কর্তারা ।
পানীয় জল রাস্তা আবাসের ঘর নিয়ে অনেকেই তাদের সমস্যার কথা বলেন । জেলা শাসক গ্রামবাসীদের বাড়িতে গিয়ে খোঁজ নেন তাঁরা কেমন আছেন । দুয়ারে রেশন পাচ্ছেন কি না । রেশনে দেওয়া খাদ্য সামগ্রীর মান কেমন তাও যাচাই করেন জেলাশাসক ।
ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে উপভোক্তাদের । সেই কাজ কেমন চলছে তাও ঘুরে দেখেন জেলা শাসক । স্কুলে বাচ্চারা আসছে কি না, তাদের জন্য মিড ডে মিল কেমন চলছে তারও খোঁজ নেন ।
আরও পড়ুন: সন্তোষ চ্যাম্পিয়নদের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী, পুলিশের কোন কোন পদে হল চাকরি?
জেলা পরিষদের সভাধিপতি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা গ্রামে গ্রামে যাচ্ছি । সেখানে মানুষের অভাব অভিযোগ শুনছি ।অনেক উন্নয়নের কাজ হয়েছে তবে আরও কিছু বাকি আছে ।
The children of today will shape the India of tomorrow! Yesterday, I participated in the concluding ceremony of Students' Week at Dhono Dhanyo Auditorium, where I distributed the benefits of various government schemes and inaugurated the state-of-the-art Dhanuka Dhunseri Table… pic.twitter.com/8LCKWJgQiw
— Mamata Banerjee (@MamataOfficial) January 9, 2025
কী কী কাজ এখনও করতে হবে সেগুলো করার দিকে জোর দেওয়া হবে । পোলবা দাদপুর ব্লকের ১২ টি গ্রাম পঞ্চায়েতের রিভিউ মিটিং হবে, কী কাজ চলছে কী কাজ হয়নি সেগুলো নিয়ে আলোচনা হবে ।
আরও পড়ুন: বাংলা থেকে যোগাসনে প্রতিভার খোঁজে বড় উদ্যোগ হাওড়ার সোনার মেয়ে সুস্মিতার