Anish Khan Murder Update: আমতাকাণ্ডে সাসপেন্ড ৩ পুলিশকর্মী
ঘটনায় এক এএসআই, একজন হোমগার্ড, এক কনস্টেবল সাসপেন্ড। সাসপেন্ড এএসআই নির্মল দাশ। সাসপেন্ড কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম। সাসপেন্ড হোমগার্ড কাশীনাথ বেরা।
হাওড়া: আনিস খানের (Anis Khan) রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার (Amta Policestation) ৩ পুলিশ কর্মীকে সাসপেন্ড করল প্রশাসন। সূত্রের খবর, আমতা থানার ASI নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম ও হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে।
হাওড়ার (Howrah) আমতায় (Amta) ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) রহস্যমৃত্যুর পর তিনদিন পার হয়েছে। আজ সকাল পর্যন্তও অভিযুক্তদের কোনও ক্লু মিলছিল না। গতকালই মুখ্যমন্ত্রী তদন্তে সিট গঠন করেছেন। রাতে আমতা থানায় যান সিট-এর সদস্যরা। ঘটনার দিনের থানার পুলিশ কর্মীদের ডিউটি রোস্টার পরীক্ষা করে দেখেন তাঁরা। কথা বলেন থানার আধিকারিকদের সঙ্গে। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) সিট ঘোষণা করলেও আনিসের পরিবার এখনও সিবিআই (CBI) তদন্তের দাবিতে অনড়।
হাওড়ার (howrah) আমতার ছাত্রনেতা আনিস খানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। আজ অভিযক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহাকরণ অভিযানে নামছেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। মহাকরণেই রয়েছে সংখ্যালঘু উন্নয়ন দফতর। সিআইটি রোড, মৌলালি, এসএনব্যানার্জি রোড হয়ে পড়ুয়াদের মহাকরণ যাওয়ার কথা। তবে মহাকরণের আগেই মিছিল আটকে দেওয়ার জন্য পুলিশ প্রস্তুতি সেরে রেখেছে বলে সূত্রের খবর।
পাশাপাশি ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। দিনের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। অবস্থান বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি রয়েছে ধর্মঘটী পড়ুয়াদের।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) কেন কিছু বলছেন না তা নিয়েও প্রশ্ন তোলেন একাংশ। সোমবারই নবান্নে আনিসের পরিবারকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। এর পর দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিস খুনের বিচারের আশ্বাস দেন তিনি।
মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আনিস নিয়ে আমরা নিরপেক্ষ তদন্ত করব। আনিসের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল ছিল। ও আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন, নির্বাচনে আমাকে অনেক সাহায্যও করেছে। কাজেই ও আমাদের ছেলে।' তাঁর কথায়, 'আনিসের বিষয়ে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। ডিজির সঙ্গে কাল আমার কথা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই ফরেন্সিক রিপোর্ট ইত্যাদির ব্যবস্থা করেছে। ঘটনা দুর্ভাগ্যজনক, কোনও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়।'