Howrah Belilious Road Robbery: বেলিলিয়াস রোডে ডাকাতি: বার ড্যান্সার প্রেমিকাকে দেড় লাখি আইফোন, মাকে ফ্ল্যাট কিনতে টাকা পাঠিয়েছিল ভিকি!
Belilious Road Robbery:পুলিশ সূত্রে খবর, মহিমা সিংহ নামে পেশায় বার ড্যান্সার আগে কলকাতায় কাজ করতেন। সেই সুত্রেই আলাপ। পরে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
সুনীত হালদার, হাওড়া: ডাকাতির টাকায় দেড় লক্ষ টাকা দামের আই ফোন উপহার দিয়েছিল প্রেমিকাকে। ব্যাটরা থানার (Bantra Police Station) বেলিলিয়াস রোডের( Belilious Road Robbery) লোহার গোডাউনে ডাকাতির ঘটনায় এমনই তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। জানা গেছে হাওড়ার কুখ্যাত অপরাধী ভিকি মল্লিক তার প্রেমিকা মহিমা সিংহকে এই উপহার দেয়। পুলিশ সূত্রে খবর, মহিমা সিংহ নামে পেশায় বার ড্যান্সার আগে কলকাতায় কাজ করতেন। সেই সুত্রেই আলাপ। পরে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।
বর্তমানে ওই মহিলা উত্তরপ্রদেশের জৌনপুরে থাকে। প্রেমিকাকে খুশি করতে দেড় লক্ষ টাকা দামের আই ফোনের অত্যাধুনিক মডেল কিনে উত্তরপ্রদেশে পাঠিয়েছিলো ভিকি। শুধু তাই নয় মহিমার মাকেও সে সাড়ে চার লক্ষ টাকা অনলাইনে পাঠিয়েছিলো নতুন ফ্ল্যাট কেনার জন্য। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে ব্যাটরা থানার পুলিশ ভিকিকে গ্রেফতার পর জিজ্ঞাসাবাদের সময়। জানা গেছে মহিমা আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। কলকাতার পানশালায় গান ও নাচ করতে গিয়ে ভিকির সঙ্গে তার আলাপ।
গত আট ফেব্রুয়ারি হাওড়ার বেলিলিয়াস রোড শিল্পাঞ্চলে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দুপুরবেলায় লোহার দোকান ও গোডাউনের মালিককে গান পয়েন্টে বেঁধে রেখে কোটি টাকা লুঠ করে পালায় দুস্কৃতীরা। তদন্তে নেমে মূলত সিসিটিভি ফুটেজ দেখে দুস্কৃতীদের শনাক্ত করে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে আসে কালো টাকা সাদা করার জন্য বরাত দেওয়া হয়েছিল এজেন্টদের। এরাই দুস্কৃতীদের সুপারি দিয়ে ডাকাতির ছক কষে। কোটি টাকা লুঠ হয়। এর আগে ব্যাঁটরা থানা পুলিশ এবং হাওড়া সিটি পুলিশ ও গোয়েন্দারা তিনজন এজেন্টকে এবং পরে আরও দুজন ডাকাতকে গ্রেপ্তার করে। গতকাল ভিকিকে গ্রেপ্তারের পর গ্রেফতারের সংখ্যা দাঁড়ায় ৬। আজ ধৃতকে হাওড়া আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হলে বিচারক দু দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। জানা গেছে জেলের মধ্যেই তার টিআই প্যারেড হবে।