Fraud Case: রান্নার গ্যাসেও ‘প্রতারণা’, উজ্জ্বলা প্রকল্পে বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপে গায়েব সর্বস্ব!
Howrah: প্রতারণার ফাঁদ এবার রান্নাঘরেও? উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। তাতেই বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠল হাওড়ায়!
সুনীত হালদার, হাওড়া: কেন্দ্রীয় সরকারের (Central Government) উজ্জ্বলা প্রকল্পে (Ujjala Yajana) বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ। হাওড়ার (Howrah) জগত্বল্লভপুর থানা এলাকার বাসিন্দা, কমপক্ষে ১৫ জন গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। হাওড়া গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইন বিভাগ তদন্ত শুরু করেছে।
প্রতারণার ফাঁদ এবার রান্নাঘরেও? উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। তাতেই বাড়তি ভর্তুকি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে প্রতারণার অভিযোগ উঠল হাওড়ায়! পুলিশ সূত্রের খবর, এভাবে কমপক্ষে ১৫ জন গ্রাহকের অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে প্রতারকরা! হাওড়ার জগত্বল্লভপুর থানা এলাকার শিবতলা, দক্ষিণ খাঁ পাড়া, কালীতলা বাজার এলাকায় একাধিক গ্রাহক প্রতারকদের ফাঁদে পড়েছেন বলে অভিযোগ!
কীভাবে চলছে প্রতারণা? অভিযোগকারীদের দাবি,দিল্লির গ্যাসের অফিস থেকে ফোন করছি বলে জানাচ্ছে প্রতারকরা। গ্রাহকের গ্যাসের কাস্টমার নম্বর পর্যন্ত বলে দিচ্ছে তারা। প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, গ্যাসের সিলিন্ডার বাবদ ৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। কথার প্যাঁচে ফেলে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য হাসিল করছে প্রতারকরা। এরপর মোবাইল ফোনে আসা OTP নম্বর জানতে চাইছে। OTP নম্বর বলার কিছুক্ষণের মধ্যেই গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা গায়েব হয়ে যাচ্ছে।
উজ্জ্বলা যোজনার নামে প্রতারণার বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে হাওড়া গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম বিভাগে। হাওড়া গ্রামীণ পুলিশের সুপার জানিয়েছেন,এই ধরনের সাইবার ক্রাইম নিয়ে মানুষকে নিরন্তর সতর্ক করা হয়। এ নিয়ে চালানো হয় প্রচারও। মানুষকে সচেতন থাকতে অনুরোধ করছি। তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
লটারিতে দামী গাড়ি জেতার প্রলোভন: দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে দায়ের হয় গত বছর (Lottery Fraud)। অভিযুক্তকে হাওড়া (Howrah News) থেকে গ্রেফতার করেছে বিধাননগর (Bidhannagar) সাইবার ক্রাইম বিভাগ। ধৃত ক্যারাটে প্রশিক্ষণ দিতেন বলে পুলিশ সূত্রে দাবি। অভিযোগ দায়েরের পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি।
লটারিতে দামী গাড়ি জেতার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা
ফের প্রতারণা চক্রের পর্দাফাঁস। লটারিতে দামি গাড়ি জেতার টোপ দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে এক ক্যারাটে প্রশিক্ষককে গ্রেফতার করল পুলিশ।
অভিযোগকারী ব্যক্তি বাগুইআটির বাসিন্দা। তাঁর দাবি, গত বছর তাঁর কাছে অপরিচিত নম্বর থেকে ফোন আসে। ফোনে বলা হয়, তিনি লটারিতে দামী গাড়ি জিতেছেন। অভিযোগ, এরপর গাড়ির জন্য রোড ট্যাক্স, বিমা বাবদ দফায় দফায় হাতিয়ে নেওয়া হয় ১৫ লক্ষর বেশি টাকা। টাকা নেওয়ার পর ফোনে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা।