Howrah News: ১০০ জন অস্থায়ী সাফাইকর্মী নিয়োগের সিদ্ধান্ত, ডেঙ্গি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ হাওড়া পুরসভার
Howrah Dengue Step: বর্ষা আসতেই সাজ সাজ রব। ডেঙ্গি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ হাওড়া পুরসভার। এক মাসের জন্য নিয়োগ করা হচ্ছে ১০০ জন অস্থায়ী সাফাইকর্মী।
সুনীত হালদার, হাওড়া: হাওড়া পুর (Howrah Municipal Corporation) এলাকায় সাফাই অভিযানের জন্য নিয়োগ করা হবে ১০০ জন অস্থায়ী সাফাই কর্মী। ১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে সাফাই অভিযান। ডেঙ্গি (Dengue) মোকাবিলায় এই পদক্ষেপ বলে জানাল হাওড়া পুরসভা।
ডেঙ্গি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ: বর্ষা আসতেই সাজ সাজ রব। ডেঙ্গি মোকাবিলায় বিশেষ পদক্ষেপ হাওড়া পুরসভার (Howrah Municipal Corporation)। এক মাসের জন্য নিয়োগ করা হচ্ছে ১০০ জন অস্থায়ী সাফাইকর্মী। ১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত চলবে সাফাই অভিযান। হাওড়া পুরসভা সূত্রে খবর, ফি বছর বর্ষার সময় শহরে ডেঙ্গির প্রকোপ বাড়তে দেখা যায়। হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত হাওড়া পুর এলাকায় ৪০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যুর কোনও খবর নেই।
ডেঙ্গি দমনে জোর দিচ্ছে পুরসভা: এই পরিস্থিতিতে ডেঙ্গি দমনে জোর দিচ্ছে পুরসভা। সিদ্ধান্ত হয়েছে, হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডের জন্য হাওড়া পুরসভার সাফাই কর্মীদের পাশাপাশি অতিরিক্ত ১০০ জন অস্থায়ী সফাইকর্মী থাকবেন। সংযোজিত এলাকার ওয়ার্ডগুলিতে ২৫ জন করে সাফাইকর্মী কাজ করবেন। বাকি ওয়ার্ডগুলতে কাজ করবেন ১০ জন করে সাফাই কর্মী। হাওড়া পুরসভার সাফাই অভিযানের জন্য রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর থেকে ৩৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, “যে সব ওয়ার্ডে দীর্ঘদিন আবর্জন জমে আছে, তা যাতে দ্রুত সরানো যায়, সেদিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হবে।’’
হাওড়া পুরসভা সূত্রে খবর, কলকাতার মতো হাওড়া পুরসভা এলাকাতেও বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ প্রকল্প শুরু করতে চলেছে। হাওড়া পুরসভার ৫০টি ওয়ারডের মধ্যে ১১টি ওয়ার্ডে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হবে এই প্রকল্প। পরে চালু হবে বাকি ওয়ার্ডে। পুরসভার সূত্রে খবর, হাওড়া শহর থেকে ভবিষ্যতে সব ভ্যাট উঠিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।