Howrah News: নৌকায় বসে ছবি তুলছিলেন মোবাইলে, আচমকাই পিছলে গেল শরীর ! মর্মান্তিক দুর্ঘটনা রূপনারায়ণে..
Howrah River Accident: মোবাইলে ছবি তোলার সময় মর্মান্তিক দুর্ঘটনা রূপনারায়ণ নদীতে, নামানো হল ডুবুরি..

সুনীত হালদার, হাওড়া: মোবাইলে ছবি তোলার সময় অসাবধানের বশে নৌকা থেকে পড়ে গিয়ে রূপনারায়ণ নদীতে তলিয়ে গেলেন এক যুবক। বুধবার ঘটনাটি ঘটে বাগনানের বাক্সী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার দুধকুমড়া থেকে হাওড়া জেলার বাগনান থানার বাক্সীতে আসছিল একটি যাত্রীবাহী নৌকা। স্থানীয়দের দাবি, সেইসময় নৌকায় বসে বছর ৪৫ এর এক ব্যক্তি ছবি তুলছিলেন। সেই সময় অসাবধানবশত রূপনারায়ণ নদীতে পড়ে যান ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তি। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আসে সিভিল ডিফেন্সের টিম। নিঁখোজ যুবকের খোঁজে নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে বলে জানা গেছে। যদিও এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিঁখোজ ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানার চেষ্টা চলছে।
তেইশ সালে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বার্নপুরের দামোদর নদে দুটি পৃথক ঘটনায় স্নান করতে গিয়ে তলিয়ে গিয়েছিল তিনজন। হিরাপুর থানার পুলিশ ও জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্ধারকারী দল চেষ্টা চালিয়ে গিয়েছিল তাঁদেরকে উদ্ধারের জন্য। যদিও এখনও পর্যন্ত তাদের উদ্ধার করা যায়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তলিয়ে যাওয়া তিনজনের মধ্যে দুজন আসানসোলের ডিএভি স্কুলের পড়ুয়া ও একজন হিরাপুর থানার বার্নপুরের আলমনগরের। হিরাপুর থানার অন্তর্গত ভূতনাথ মন্দিরের কাছে এবং নেহেরু পার্কের পেছনে দামোদরের ঘাটে স্নান করতে যাওয়া ৬ কিশোরের মধ্যে ৩ জন নদীতে তলিয়ে গিয়েছিল। নিখোঁজ তিন পড়ুয়ার নাম হল, আতিকুল খান ( ১৪) পীযূষ প্রসাদ (১২) ও রাহুল পন্ডিত (২০)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিকেলে আলমনগরের বাসিন্দা তিন কিশোর নেহেরু পার্কের পেছনে কাছে দামোদর নদে স্নান করতে গিয়েছিল। তখন আলমনগরের বাসিন্দা শাকিল খানের ১৪ বছর বয়সী ছেলে বার্ণপুরের স্কুলের সপ্তম শ্রেণীর পড়ুয়া আতিকুল খান নদীতে তলিয়ে গিয়েছিল। তার সঙ্গে থাকা দুইজন তারা তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত অবশ্য তারা বেঁচে ফিরেছিল। কিন্তু আতিকুলের খোঁজ মেলেনি। সে তলিয়ে যায়। অন্যদিকে, আসানসোলের বস্তিন বাজারের বাসিন্দা তিন পড়ুয়া বার্ণপুরে ভূতনাথ মন্দিরের কাছে দামোদর রেল সেতু পেরিয়ে ওপারের দিক থেকে সাঁতুড়ি এলাকার দামোদরের ঘাটে স্নান করতে গিয়েছিল। বস্তিন বাজারের বাসিন্দা পীযূষ প্রসাদ (১২) ও রাহুল পণ্ডিত (২০) নদীর জল কম থাকায় অন্য পাড়ে যাওয়ার চেষ্টা শুরু করেছিলেন। ওই সময় দুজনকে নদীতে ডুবে যেতে দেখে তৃতীয় কিশোর নদী থেকে কোনওমতে বেঁচে ফিরে এসেছিল।






















