Howrah News: গৃহস্থের বাড়িতে বাঘরোল উদ্ধার, 'চিতাবাঘ' ভেবে আতঙ্কে কাঁটা বাগনানের পরিবার
Howrah Fishing Cat Rescue: গৃহস্থের বাড়ির বাথরুমে ঢুকে পড়া একটি বাঘরোলকে উদ্ধার করল পরিবেশ কর্মী ও বন দফতর।
সুনীত হালদার, হাওড়া: গৃহস্থের বাড়ির বাথরুমে ঢুকে পড়া একটি বাঘরোলকে (Fishing Cat) উদ্ধার করল পরিবেশ কর্মী ও বন দফতর। সোমবার ঘটনাটি ঘটেছে বাগনান থানা এলাকার (Bagnan Police Station) আকুভাগ দক্ষিণ মল্লিক পাড়ায়।
জানা গিয়েছে, রবিবার রাতে আকুভাগ মল্লিক পাড়ার বাসিন্দা সিরাজুল মল্লিকের বাড়ির বাথরুমে ঢুকে পড়েছিল ওই বাঘরোলটি। পরিবারের লোকজন প্রাণীটির গর্জন শুনে ভয় পেয়ে বাথরুমের দরজা বন্ধ করে দেন। চিতাবাঘ বা অন্য কোনও হিংস্র প্রাণী ভেবে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন। এরপরেই বিষয়টি গ্রামে চাউর হতেই সিরাজুল মল্লিকের বাড়িতে ভীড় জমান শয়ে শয়ে মানুষ। আজ বিকালে বন দফতরের কর্মীরা আকুভাগে সিরাজুল মল্লিকের বাড়ি গিয়ে বাঘরোলটিকে উদ্ধার করেন। উদ্ধারের পর বাঘরোলটিকে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
গতবছরের শুরুতে চুঁচুড়ার (Chinsurah) গরীব আমলবাগে বাঘরোলের (Fishing Cat) মৃতদেহ (Body) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এলাকার বাসিন্দারা দেখতে পান রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে একটি বাঘরোল শাবকের মৃতদেহ। কয়েকদিন আগে হাওড়ার (Howrah) বাগনানে (Bagnan) তিনটি বাঘরোলের মৃতদেহ উদ্ধার হয়েছিল।বিরল এই মেছো বিড়ালকে বিষ দিয়ে মারা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।তবে চুঁচুড়ার বাঘরোল শাবকের মৃত্যু কীভাবে হয়েছে তা বলতে পারেননি বাসিন্দারা।তাঁদের অনুমান, পাশেই বন্ধ ডানলপ কারখানার জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে বাঘরোলটি।
রাতে পাড়ার কুকুর ডাকতে শোনেন বাসিন্দারা। সকালে বাঘরোলটিকে মৃত অবস্থায় পরে থাকতে দেখা যায়।নিরীহ এই বন্য প্রাণী এই এলাকায় আগে দেখা যায়নি বলেও জানান বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে তিনটি বাঘরোলকে। যে ঘটনায় বাগনানের স্থানীয় বাসিন্দা থেকে পশুপ্রেমী সকলেই প্রচণ্ড ক্ষুব্ধ। ঘটনায়, প্রভাস ও প্রভাত পাত্র নামে দুই যুবকের নামে এফআইআর দায়ের হয়। যদিও তিনটি বাঘরোলের মৃত্যুর পর থেকেই ফেরার হয়ে যান তারা।
আরও পড়ুন, 'আয়নায় মুখটা দেখে, সমালোচনা করা উচিত', ছাত্র মৃত্যুর ঘটনায় ময়দানে শান্তনু সেন
কুড়ি সালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের বাবপুর মেঠোপাড়ায় বাঘের আতঙ্ক জাঁকিয়ে বসেছিল ! স্থানীয় মুরগির ফার্মে প্রতিদিনই কয়েক'শ মুরগি মেরে যাচ্ছিল কোনও অজানা প্রাণী। মুরগির ফার্মের মালিকরাই এরপর একটি খাঁচা তৈরি করেন। সেই খাঁচায় রাতে একটি বাঘের মতো প্রাণী ধরা পড়ে।খবর দেওয়া হয় স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাণ প্রহরী’কে। তারাই বারাসাতের বন দফতরে খবর দেয়। বন দফতরের কর্তারা এসে দুপুরে প্রাণীটিকে উদ্ধার করেন। বন দফতরের দাবি, এটি ফিশিং ক্যাট বা বাঘরোল। অনেকটাই চিতা বাঘের মতো দেখতে। এদিকে এই বাঘরোল দেখার জন্য মানুষের ঢল নামে।