Howrah News: বৈদ্যুতিক টাওয়ারের উপর মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, চাঞ্চল্য ডোমজুড়ে
ডোমজুড় থানা সূত্রে জানা গিয়েছে, উদ্ধার করা ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তিনি এক এক সময়ে এক এক রকমের কথা বলছেন। নিজের নামও সঠিকভাবে বলতে পারেননি ওই ব্যক্তি।
সুনীত হালদার, হাওড়া: ডোমজুড়ের ধানপাড়া শিবতলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হাইটেনশন তারযুক্ত বৈদ্যুতিক টাওয়ারের উপরে উঠে পড়েন। দীর্ঘক্ষণ তাঁকে টাওয়ারের উপর নড়াচড়া করতে দেখে ঘটনাস্থলে ছুয়ে আসেন গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
টাওয়ারের উপর মানসিক ভারসাম্যহীন ব্যক্তি-
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ডোমজুড়ের (Domjur) ধানপাড়া শিবতলায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হাইটেনশন তারযুক্ত বৈদ্যুতিক টাওয়ারের উপর উঠে পড়েন। টাওয়ারের উপর ওই ব্যক্তিকে দেখে ঘটনাস্থলে গ্রামবাসীরা আসেন। তাঁরাই খবর দেন ডোমজুড় থানায়। পুলিশ এবং দমকলকর্মীরা এসে দীর্ঘক্ষণ ধরে তাঁকে টাওয়ারের উপর থেকে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করেন। ওই ব্যক্তিকে খাবারের লোভ দেখিয়েও টাওয়ারের উপর থেকে নামিয়ে নিয়ে আসতে ব্যর্থ হন পুলিশ ও দমকলকর্মীরা। অবশেষে তাঁরা খবর দেন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের কর্মীদের। সেখান থেকে কর্মীরা এসে পুলিশ ও দমকলকর্মীদের সঙ্গে উদ্ধারকার্যে হাত লাগান। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় নিরাপদে টাওয়ারের উপর থেকে নামিয়ে নিয়ে আসা হয় ওই ব্যক্তিকে।
আরও পড়ুন - Howrah: 'তোলা' চাইতে এসে মহিলাদের হাতে প্রহৃত ব্যক্তি, হাওড়ার ঘটনায় চাঞ্চল্য
ডোমজুড় থানা সূত্রে জানা গিয়েছে, উদ্ধার করা ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। তিনি এক এক সময়ে এক এক রকমের কথা বলছেন। নিজের নামও সঠিকভাবে বলতে পারেননি ওই ব্যক্তি। তাঁর ঠিকানা জিজ্ঞাসা করায় দক্ষিণ ২৪ পরগনার একটি ঠিকানা তিনি দেন। কিন্তু সেখানে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে, ওই জায়গায় ওই ব্যক্তির নামে কেউ থাকেন না। তারপরই আজ ওই ব্যক্তিকে মানসিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান হয়েছে।
অন্যদিকে, 'তোলা' চাইতে এসে মহিলাদের হাতে গণধোলাইয়ের শিকার এক ব্যক্তি। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া থানার অন্তর্গত পি কে বন্দ্যোপাধ্যায় রোডে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় বাড়ি তৈরির কাজ শুরু হলে রমেশ জয়সওয়াল নামে স্থানীয় এক ব্যক্তি মোটা টাকা দাবি করেন। ওই ব্যক্তি নিজেকে আর টি আই অ্যাক্টিভিস্ট (RTI Activist) হিসাবে পরিচয় দিতেন। এমনকী সেই পরিচয়ে প্রোমোটারদের হুমকিও দিতেন ওই ব্যক্তি।