Howrah News : 'ছবি তুলে ভাইরাল করুন'...নিজের গলায় ছুরি চালিয়ে লুটিয়ে পড়লেন ব্যক্তি
চোখের সামনে নিজের ওপর এমন নৃশংসা দেখতে পা পেরে, মুখ ঘুরিয়ে নিচ্ছেন অনেকে। বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড়ে ঘটে গেল এল ভয়ঙ্কর ঘটনা।

সুনীত হালদার, হাওড়া : 'ধোঁকা দিয়েছে। তাই গলায় ছুরি চালিয়েছি। একটু ছবি করে দিন আমার মোবাইলে। ভাইরাল করব।' রক্তে তখন ভেসে যাচ্ছে চারিদিক। চোখের সামনে নিজের ওপর এমন নৃশংসা দেখতে পা পেরে, মুখ ঘুরিয়ে নিচ্ছেন অনেকে। বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড়ে ঘটে গেল এল ভয়ঙ্কর ঘটনা।
'কেউ ভিডিও করুন, ভাইরাল করে দিন'
'প্রেমে ঠোক্কর খেয়ে' প্রকাশ্য রাস্তাতেই নিজের গলা কাটলেন এক ব্যক্তি। নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন। লুটিয়ে পড়ার আগে সামনে থাকা ব্যক্তিদের কাছে আর্তি জানালেন....কেউ ভিডিও করুন, ভাইরাল করে দিন। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় হাওড়ার ডোমজুড়ে। রক্তাক্ত ব্যক্তিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানে সঙ্কটজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে যান স্থানীয়রা।
রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে দেহ
পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের জঙ্গলপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি। নাম প্রশান্ত সিংহ রানা। আসল বাড়ি ঝাড়খণ্ডে। বেশ কয়েক বছর ডোমজুড় এলাকায় কোনও কারখানায় কাজ করেন। এদিন রাত সাড়ে নটা নাগাদ রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপরই রাস্তার ধারের এক দোকানদারকে অনুরোধ করেন ওই ছবি তার মোবাইলে তুলে দিয়ে ভাইরাল করে দিতে। বারবার বলতে থাকেন কোন মহিলা তাকে ধোঁকা দিয়েছে। মিনিট কয়েকের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রেমের সম্পর্কে চিড় ধরাতেই এই ঘটনা?
খবর পেয়ে এলাকায় গিয়ে ডোমজুড় থানায় পুলিশ তাঁকে উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের জঙ্গলপাড়ার ওই বাসিন্দার বাড়ি ঝাড়খণ্ডে। স্থানীয় কারখানায় কাজ করেন তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রেমের সম্পর্কে চিড় ধরার কারণে এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। তার মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির বাড়িতেও খবর দেয়ার চেষ্টা চালাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেমের সম্পর্কে চিড় ধরার কারণে এই ঘটনা।
হাওড়ার অন্য খবর
হাওড়ায় কাকভোরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। গুরুতরভাবে জখম হয়েছেন ২ জন। ভোর সাড়ে তিনটে নাগাদ বালির নিবেদিতা সেতু টোল ওয়েতে, লালবাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
