Howrah: পারিবারিক অশান্তির জের, মায়ের হাতের শিরা কেটে খুনের পর আত্মঘাতী ছেলে
পারিবারিক অশান্তিতেই মাকে খুন করে ছেলে আত্মঘাতী বলে সন্দেহ।
সুনীত হালদার, হাওড়া: মধ্য হাওড়ায় মাকে খুন করে আত্মঘাতী ছেলে! প্রথমে ধারাল অস্ত্র দিয়ে মায়ের হাতের শিরা কেটে খুন। মাকে খুনের পরে নিজের হাতের শিরা কেটে আত্মঘাতী হয় ছেলেও। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মধ্য হাওড়ার ভৈরব বেড লেনে। মহিলার নাম কৃষ্ণা হাইত (৬০)। ছেলে অভিষেক হইত (৩৮)।
এদিন আর্তনাদ শুনে পুলিশে খবর দেন প্রতিবেশীরা, এরপর দরজা ভেঙে উদ্ধার করা হয় তাঁদের। সঙ্কটজনক অবস্থায় ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত্যু হয় তাঁর। পারিবারিক অশান্তিতেই মাকে খুন করে ছেলে আত্মঘাতী বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
গতকালই দার্জিলিং-এ একটি আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে আসে। দিন আনা দিন খাওয়া পরিবার। অপুষ্টিতে ভুগতে থাকা কিশোর। পর্যাপ্ত খাবার না পেয়েই অপুষ্টির শিকার হয়েছিল ছোট্ট ছেলে। অন্ত্রের সমস্যা বাড়ায় অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। তবে আর্থিক অনটন এতটাই চরমে পৌঁছে গিয়েছিল যে তা থেকেই গ্রাস করেছিল চূড়ান্ত মানসিক অবসাদ গ্রাস করেছিল বাবাকে। আর তাতেই মর্মান্তিক পরিণতি। শৌচাগারে ব্যান্ডেজ জড়িয়ে আত্মঘাতী হলেন বাবা। ঘটনাটি ঘটেছে দার্জিলিং-এ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্ভাবত মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন অসুস্থ কিশোরের বাবা।
ঠিক কী হয়েছিল? পুলিশ সূত্রে খবর, জয়গাঁর বছর ১৪-র এক কিশোর যোগেশ ওঁরাও। সম্প্রতি অন্ত্রের সমস্যা নিয়ে ভর্তি হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, এর আগেও বেশ কয়েকটি হাসপাতাল ফিরিয়ে দিয়েছে তাকে। একাধিক হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
হাসপাতাল সুপার ডাক্তার সঞ্জয় মল্লিক জানান, অপুষ্টিজনিত সমস্যায় ভোগা ওই কিশোরের একটি জটিল অপারেশন হওয়ার কথা ছিল। আপাতত পর্যবেক্ষণেই ছিল ওই কিশোর। তবে এদিন হঠাৎই আত্মহত্যা করেন তাঁর বাবা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে কিশোরের পরিবারের আর্থিক অবস্থা ভাল ছিল না। সম্ভাবত তা থেকেই মানসিক অবসাদ গ্রাস করেছিল কিশোরের বাবাকে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।