Howrah News : কলকাতা ঘুরতে এসে মর্মান্তিক পরিণতি, হাওড়ার চাঁদমারি ঘাটে গঙ্গায় তলিয়ে গেল দুই যুবক
ইতিমধ্যে পুলিশের পক্ষে গঙ্গায় তলিয়ে যাওয়া দুই যুবকের পরিবারকে খোঁজ দেওয়া হয়েছে। জারি রয়েছে দুই যুবকের খোঁজ।
সুনীত হালদার, হাওড়া : আসানসোল থেকে কলকাতা ঘুরতে এসে মর্মান্তিক পরিণতি। হাওড়া ব্রিজের (Howrah Bridge) ঠিক নিচে চাঁদমারি ঘাটে স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল দুই কলেজ পড়ুয়া। দুপুরে দুর্ঘটনাটি ঘটেছিল। সন্ধে পর্যন্ত দুই যুবকের খোঁজ মেলেনি। আর গোটা ঘটনাটি ঘটেছে দুই কলেজ পড়ুয়ার অপর বন্ধুর চোখের সামনে !
কলকাতা ঘুরতে আসানসোল থেকে তিন কলেজ পড়ুয়া এসেছিল হাওড়া স্টেশনে। সেখান থেকে বেরিয়ে হাওড়া ব্রিজের নিচে চাঁদমারি ঘাটে যায় তারা। যেখানে গিয়ে স্নান করতে নামে বছর কুড়ির দুই যুবক ইন্দ্রজিৎ মাহাতো ও সৌমেন ধর। ভালভাবে সাঁতার না জানায় অপর বন্ধু অভিজিৎ সরকার তাঁদের বারণ করলেও সেই কথা কার্যত উপেক্ষা করে তাঁর হাতে ব্যাগ ও অন্য সামগ্রী ধরিয়ে জলে নামে দুই বন্ধু।
পাড়ে দাঁড়িয়ে দুই যুবকের বন্ধু বুঝতে পারে ক্রমশ তলিয়ে যাচ্ছে তাঁরা। কিছুক্ষণের মধ্যে অভিজিৎ সেখানে উপস্থিত সকলের কাছে 'বাঁচাও..বাঁচাও' বলে চিৎকার জুড়লেও গঙ্গায় তলিয়ে যেতে থাকা দুই যুবককে উদ্ধারে এগিয়ে যায়নি কেউ। যারপরই ওই যুবক পুলিশের দ্বারস্থ হয়। স্থানীয় গোলাবাড়ি থানা থেকে পুলিশ দ্রুত ছুটে যায় সেখানে।
পুলিশের তরফে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরে ও রিভার ট্রাফিক পুলিশের কাছে। যারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খোঁজ শুরু করে। কিন্তু সন্ধে গড়িয়ে গেলেও দুই যুবকের খোঁজ মেলেনি। পুলিশের তরফে প্রাথমিকভাবে অনুমান, গঙ্গায় যখন দুই যুবক স্নান করতে নেমেছিল, তখন সম্ভবত জোয়ার এসে যাওয়ায় জলের তোড়ে আর ঠাল সামলাতে পারেনি দুই যুবক। জলের তোড় তাঁদের টেনে নিয়ে যায় নদীর অতলে।
ইতিমধ্যে পুলিশের পক্ষে গঙ্গায় তলিয়ে যাওয়া দুই যুবকের পরিবারকে খোঁজ দেওয়া হয়েছে। জারি রয়েছে দুই যুবকের খোঁজ।
আরও পড়ুন- পরিবার সিপিএম করায় শাস্তি ! সালারে বোমাবিদ্ধ ১২ বছরের শিশু
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন